আমেদাবাদ, 9 ফেব্রুয়ারি : প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করার পর বুধবার আমেদাবাদে দ্বিতীয় ওয়ান ডে-তে ক্যারিবিয়ানদের মুখোমুখি হয়েছে রোহিতবাহিনী ৷ টস জিতে এদিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান (West Indies wins the toss and opted to bowl In the 2nd ODI) ৷ তবে ভারতের শুরুটা ভাল হয়নি ৷ শুরুতেই ড্রেসিংরুমে ফেরেন ক্যাপ্টেন রোহিত ৷ ফের ব্যর্থ বিরাট কোহলি ৷ মাত্র 18 রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি ৷ এ নিয়ে টানা 20 সেঞ্চুরিহীন কোহলি ৷
লোকেশ রাহুল দলে ফিরলেও রোহিতের সঙ্গে এই ইনিংস শুরু করেন ঋষভ পন্থ ৷ ওপেনিংয়ে ডানহাতি ও বাঁ-হাতি জুটিকে ভাঙেননি হিটম্যান ৷ ফলে চার নম্বরে ব্যাট করতে নামেন রাহুল