কলকাতা, 18 ফেব্রুয়ারি :প্রথম ম্যাচে জয় এসেছে সহজেই ৷ দ্বিতীয় ম্যাচে জয় মানে ওয়ান-ডে সিরিজের পর মুঠোয় পুরে নেওয়া যাবে টি-20 সিরিজও ৷ তবে শুক্রবার দ্বিতীয় ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন কায়রন পোলার্ড (West Indies win the toss and elect to field first) ৷ ইডেনে এদিন শততম আন্তর্জাতিক টি-20 খেলছেন ক্যারিবিয়ান অধিনায়ক ৷ টসের আগে এদিন পোলার্ডের হাতে বিশেষ জার্সি তুলে দেন সতীর্থরা ৷
এদিকে সিরিজ জয় নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে দ্বিতীয় ম্যাচে একাদশ অপরিবর্তিত রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Indian XI remain unchanged) ৷ টস জিতে পোলার্ড জানান, প্রথম ম্যাচে ইডেনে শিশির ফ্যাক্টর ছিল ৷ শিশিরের জেরে বোলারদের ভোগান্তি এড়াতেই ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ বলে জানালেন শততম টি-20 খেলতে নামা পোলার্ড ৷ ক্যারিবিয়ান একাদশে ফ্যাবিয়ান অ্যালেনের পরিবর্তে এলেন জেসন হোল্ডার ৷