পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

West Indies Beats India: দ্বিতীয় ম্যাচেও হারল ভারত, সিরিজ জয়ের দিকে এগোচ্ছে ক্যারিবিয়ানরা - প্রশ্নের মুখে পড়ল ভারতীয় টপ অর্ডার

দ্বিতীয় ম্যাচেও পারল না ভারত। 2 উইকেটে জয় পেল ক্যারিবিয়ানরা। আর মাত্র একটি ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুড়বে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে,আবারও প্রশ্নের মুখে পড়ল ভারতীয় টপ-অর্ডার।

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 7, 2023, 7:14 AM IST

Updated : Aug 7, 2023, 8:24 AM IST

গায়না,7 অগস্ট:দ্বিতীয় টি-20 ম্যাচেও হারতে হল ভারতকে। পরপর উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে একটা সময় চাপে ফেলে দিলেও শেষমেশ জয় অধরাই থেকে গেল ভারতের। 2 উইকেটে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পুড়তে ক্যারিবিয়ানদের আর মাত্র একটাই ম্যাচ জিততে হবে। অন্যদিকে, সিরিজে ফিরে আসতে হলে বাকি তিনটি ম্যাচই জিততে হবে হার্দিক পান্ডিয়াদের। সেই কাজটা যে খুব সহজ হবে না তা আর বলার অপেক্ষা রাখে না।
ত্রিনিদাদের প্রথম ম্যাচে ভারতের টপ-অর্ডার ভরসা দিতে পারেনি। আর তাই মাত্র 149 রানও তাড়া করা সম্ভব হয়নি । দ্বিতীয় ম্যাচেও যে ব্যর্থতা পুরোপুরি কাটিয়ে ওঠা গেল তা নয়। এদিনও ঝলসে উঠল তরুণ তিলক বর্মার ব্যাট। 41 বল খেলে 51 রান করলেন এই ব্য়াটার। ঈশান কিষাণ করলেন 27 রান। এছাড়া শুভমন গিল থেকে শুরু করে সূর্যকুমার যাদব- কেউই ছাপ ফেলতে পারলেন না। সবমিলিয়ে 152 রানেই থামল ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের 40 বলে 67 রানের সৌজন্যে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। তবে রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা চাপে পড়েনি সেটা ভাবলে ভুল হবে। ইনিংসের শুরুতেই হার্দিকের বলে সূর্যকুমারের হাতে ধরা পড়ে কোনও রান করার আগেই প্যাভিলিয়নে ফিরে যান ব্র্যান্ডন কিং। এরপর ধীরে ধীরে এগোতে থাকে ইনিংস।

আরও পড়ুন:মিলল সরকারি ছাড়পত্র, ভারতে বিশ্বকাপ খেলতে আসায় বাধা রইল না বাবরদের

একটা সময় 5 উইকেট হারিয়ে 126 রানে পৌঁছয় ক্যারিবিয়ানরা। এরপরই মাত্র তিন রানের মধ্যে আরও তিনটি উইকেট হারিয়ে নিজেদের চাপে ফেলে দেয়। একটা সময় চার ওভারে জেতার জন্য দরকার ছিল 24 রান । হাতে মাত্র 2 উইকেট। সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে গেলেন দুই ব্যাটার আকেল হোসেন এবং আলজারি জোসেফ। শেষমেশ 18.5 ওভার খেলে 155 রানে তুলে জয় ছিনিয়ে নিল ক্যারিবিয়ানরা।

Last Updated : Aug 7, 2023, 8:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details