ফ্লোরিডা, 14 অগস্ট:নির্ণায়ক ম্যাচে 8 উইকেটে বিশাল জয় ওয়েস্ট ইন্ডিজের। সমতা ফিরিয়েও শেষরক্ষা হল না ভারতের ৷ রবিবার ফ্লোরিডায় পঞ্চম ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে 3-2 ব্যবধানে সিরিজ টি-20 সিরিজ জিতে নিল ক্যারিবিয়ানরা। শনিবার রাতে চতুর্থ ম্যাচে যশস্বী জয়সওয়াল-শুভমন গিলের যুগলবন্দিতে যেভাবে 9 উইকেটে ক্যারিবিয়ানরা পর্যুদস্ত হয়েছিল, নির্ণায়ক ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান জুটি ৷ এই দুইয়ের ব্যাটিং দাপটে দু'ওভার বাকি থাকতে 'মেন ইন ব্লু'কে 8 উইকেটে হারিয়ে টি-20 সিরিজ পকেটে পুরল শাই হোপের দল ৷
প্রথম দু-ম্যাচে ভারতের ব্যর্থতার প্রধান কারণ ছিল ব্যাটিং। শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতাই ডোবাল হার্দিক পান্ডিয়ার দলকে। ফ্লোরিডায় এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক। তবে ওয়েস্ট ইন্ডিজকে রবিবার মাত্র 166 রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় টিম ইন্ডিয়া ৷ 45 বলে 61 রান করে ভারতীয় ব্যাটিং অর্ডারে একমাত্র সফল সূর্ষকুমার ৷ তিলক বর্মা করেন 27 রান ৷ এছাড়া কেউই 15-র গণ্ডি টপকাতে পারেননি ৷ রোমারিও শেফার্ড একাই 4 উইকেট নেন ৷ মাঝে দু'বার বৃষ্টি এসে সাময়িক বিঘ্ন ঘটায় ম্যাচে। 9 উইকেট হারিয়ে 165 রানেই আটকে যায় ভারতের ইনিংস।