পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ENG vs WI : ভয়ঙ্কর রশিদ, 55 রানে অল-আউট গতবারের চ্যাম্পিয়নরা - T20 World Cup

পাঁচ বছর আগে ইডেন গার্ডেন্সে কার্লোস ব্রাথওয়েটের বিধ্বংসী ব্যাটিংয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংরেজ ক্রিকেটারদের ৷ কিন্তু মরু শহরের টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে বদলা নিল ইংল্যান্ড ৷

England vs West Indies
ভয়ঙ্কর রশিদ, 55 রানে অল-রাউট গতবারের চ্যাম্পিয়নরা

By

Published : Oct 23, 2021, 8:58 PM IST

Updated : Oct 23, 2021, 9:30 PM IST

দুবাই, 23 অক্টোবর : পাঁচ বছর আগে ইডেন গার্ডেন্সে কার্লোস ব্রাথওয়েটের বিধ্বংসী ব্যাটিংয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংরেজ ক্রিকেটারদের ৷ কিন্তু মরু শহরের টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে বদলা নিল ইংল্যান্ড ৷ 2016 টি-20 ফাইনালে ক্রিকেটের নন্দনকাননে বেন স্টোকসকে চার ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জিতিয়েছিলেন ব্রাথওয়েট ৷ কিন্তু শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আদিল রশিদের স্পিনের ঘূর্ণিতে মাত্র 55 রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷ টি-20 বিশ্বকাপের ইতিহাসে আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এটাই সর্বনিম্ন স্কোর ৷

2016 সালের ফাইনালে স্কোর বোর্ডে 155 রান তুলেও জিততে পারেনি ইংল্যান্ড ৷ মার্লন স্যামুয়েলস ও কালোর্স ব্রাথওয়েটের দুরন্ত ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস ফাইনাল জিতে ট্রফি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ ঠিক পরের বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই ওয়েস্ট ইন্ডিজকে 55 রানে শেষ করে দিলেন ইংল্যান্ড বোলাররা ৷ রশিদের ভয়ঙ্কর স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি কোনও ক্যারিবিয়ান ব্যাটার ৷

আরও পড়ুন :ভারত বনাম পাকিস্তান, স্নায়ুর ম্য়াচে নজরে থাকবেন যাঁরা

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ ইনিংসের দ্বিতীয় ওভারেই এভিন লুইসকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে ধাক্কা দেন ক্রিস ওয়কস ৷ তবে বল হাতে এদিন ভয়ঙ্কর ছিলেন রশিদ ৷ ইংল্যান্ড লেগ-স্পিনার 2.2 ওভার হাত ঘুরিয়ে মাত্র 2 রান দিয়ে চার উইকেট নিয়ে ক্যারিবিয়ান ইনিংসকে শেষ করে দেন ৷ দুরন্ত ছিলেন বাকি ইংরেজ বোলাররাও ৷ মইন আলি চার ওভারে 17 রানে 2 উইকেট নেন ৷ এছাড়া ক্রিস জর্ডন 2 ওভারে 7 এবং ক্রিস ওয়কস 2 ওভারে 12 রান খরচ করে একটি করে উইকেট নেন ৷ ক্যারিবিয়ান ইনিংসের সর্বোচ্চ স্কোর ক্রিস গেইলের ৷ 13 বলে 13 রান করেন বাঁ-হাতি ওপেনার ৷ বাকি কোনও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছয়নি ৷

Last Updated : Oct 23, 2021, 9:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details