কলকাতা, 30 অক্টোবর: বিশ্বকাপের জ্বর বিধানসভাতেও । শাসক থেকে বিরোধী, এমনকি বিধানসভার কর্মীরাও আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট খুঁজছেন । কিন্তু টিকিটের হাহাকার সেখানেও ।
সাধারণত ইডেন গার্ডেন্সে ম্যাচ হলে বিধায়কদের জন্য একটি করে কমপ্লিমেন্টারি টিকিট পাঠায় সিএবি কর্তৃপক্ষ । এখনও সেই টিকিট হাতে না আসায় টিকিটের জন্য সিএবিকে চিঠি দিলেন অধ্যক্ষ তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । সেই চিঠিতে প্রত্যেকবারের মতোই এক্ষেত্রেও যাতে বিধায়করা যাতে টিকিট পান, তার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ।
এ দিন কর্মীদের একাংশ ভারতের ম্যাচে টিকিটের জন্য বিভিন্ন শাসকদলের বিধায়কদের কাছে তদ্বির করছিলেন । কিন্তু বিধানসভায় শাসকদলের উপমুখ্য সচেতক তাপস রায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ভারতের ম্যাচে ইডেনের টিকিট দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় । কলকাতায় ভারতীয় দলের খেলা আর সেখানে রাজ্যের বিধায়করা খেলা দেখার জন্য টিকিট পাচ্ছেন না, কখনোই এমন হয় না । এমনই বলছেন এক তৃণমূল বিধায়ক ।