পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ইডেনে রোহিতদের খেলার টিকিটের জন্য সিএবিকে চিঠি অধ্যক্ষের - দক্ষিণ আফ্রিকা

ICC Cricket World Cup 2023: আগামী 5 নভেম্বর ইডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে বিশ্বকাপের ম্যাচে ৷ সেই ম্যাচের টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে ৷ বিধায়কদের জন্য টিকিট চেয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন সিএবি-কে ৷

PC - BCCI X
PC - BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 7:10 PM IST

Updated : Oct 30, 2023, 7:35 PM IST

কলকাতা, 30 অক্টোবর: বিশ্বকাপের জ্বর বিধানসভাতেও । শাসক থেকে বিরোধী, এমনকি বিধানসভার কর্মীরাও আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট খুঁজছেন । কিন্তু টিকিটের হাহাকার সেখানেও ।

সাধারণত ইডেন গার্ডেন্সে ম্যাচ হলে বিধায়কদের জন্য একটি করে কমপ্লিমেন্টারি টিকিট পাঠায় সিএবি কর্তৃপক্ষ । এখনও সেই টিকিট হাতে না আসায় টিকিটের জন্য সিএবিকে চিঠি দিলেন অধ্যক্ষ তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । সেই চিঠিতে প্রত্যেকবারের মতোই এক্ষেত্রেও যাতে বিধায়করা যাতে টিকিট পান, তার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ।

এ দিন কর্মীদের একাংশ ভারতের ম্যাচে টিকিটের জন্য বিভিন্ন শাসকদলের বিধায়কদের কাছে তদ্বির করছিলেন । কিন্তু বিধানসভায় শাসকদলের উপমুখ্য সচেতক তাপস রায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ভারতের ম্যাচে ইডেনের টিকিট দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় । কলকাতায় ভারতীয় দলের খেলা আর সেখানে রাজ্যের বিধায়করা খেলা দেখার জন্য টিকিট পাচ্ছেন না, কখনোই এমন হয় না । এমনই বলছেন এক তৃণমূল বিধায়ক ।

অন্যদিকে বিরোধী শিবিরেও একই অবস্থা । ব্যাপক চাহিদা রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের । কিন্তু এর জন্য বিজেপি বিধায়কেরা অধ্যক্ষের মুখাপেক্ষী হয়ে থাকতে চাইছেন না । বিজেপি বিধায়ক তথা আন্তর্জাতিক ক্রিকেটার অশোক দিন্দা নিজ উদ্যোগে অল্প কিছু টিকিট কিনে বিরোধী দলনেতার হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে । আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি নিজে টিকিট পান ৷ কিন্তু ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের ব্যাপক চাহিদার মধ্যে তা আদৌ পাওয়া যাবে কি না স্পষ্ট করে বলতে পারছেন না দিন্দা ৷ আর সেই কারণেই এই উদ্যোগ নিচ্ছেন তিনি ।

এই নিয়ে সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, নিয়ম মেনে ক্রীড়া বিভাগ ও মুখ্যমন্ত্রীর দফতরে টিকিট পাঠানো হয়৷ তা এবারও দেওয়া হবে ৷ তবে বিধায়কদের আলাদা করে কখনও টিকিট দেওয়া হয়নি ৷ তিনি আরও জানান, রাজ্যপাল চাইলে আলাদা ব্যবস্থা করা হবে ৷

আরও পড়ুন:কোহলির জন্মদিনে রবিবার 'বিরাট' আয়োজন ইডেনে, গাইবেন শিল্পা রাও

Last Updated : Oct 30, 2023, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details