কলকাতা, 24 মে : সকালের বর্ষণে মাথায় হাত পড়েছিল আয়োজকদের ৷ তবে বিকেল গড়াতেই সুখবর শোনাল আলিপুর হাওয়া অফিস ৷ প্রথম কোয়ালিফায়ার এবং প্লে-অফ আয়োজনে দুর্ভোগ পোহাতে হবে না সিএবি-কে ৷ কারণ মঙ্গল-বুধে ম্যাচ চলাকালীন কলকাতায় ঝড়-বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, জানাল হাওয়া অফিস (Weather forecast gives relief to the IPL fans of Kolkata) ৷
তিন বছরের ব্যবধানে প্রথম আইপিএল ম্যাচে কি ভেস্তে যাবে ? মঙ্গলবার সকালে বিক্ষিপ্ত বৃষ্টিতে তৈরি হয়েছিল আশঙ্কা ৷ যদিও পাঁচ-পাঁচটি সুপার সপার নিয়ে প্রস্তুত ইডেন ৷ যত বৃষ্টিই হোক না কেন, ম্যাচ হবেই ৷ আশ্বস্ত করেছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এবার শহরের অনুরাগীদের স্বস্তি দিয়ে মঙ্গলের বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানালেন চিন্তার কারণ নেই ৷ আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম । কারণ, ঝাড়খণ্ডের দিকে সেই অর্থে মেঘ সঞ্চার হয়নি । সে জন্য কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেহাতই সামান্য । তবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ৷