লন্ডন, 7 সেপ্টেম্বর : ওভালের বাইশ গজে জসপ্রীত বুমরার দুরন্ত স্পেলটাই গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য ৷ 22 ওভারে 9টি মেডেন-সহ মাত্র 27 রানে বুমরার 2 উইকেট ভারতের ম্যাচ জয়ের রাস্তা মসৃণ করে দেয় ৷ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে অবশ্য সতীর্থদের প্রশংসায় ঝড়ে পড়ে টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসারের মুখে ৷ তবে কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাবই তাঁদের সাফল্যের রসায়ন বলে জানান বুমরা ৷
ম্যাচ জিতে ভার্চুয়াল সাংবিদক বৈঠকে বুমরা বলেন, ‘'ভাল জিনিসগুলিতেই আমাদের ফোকাস ছিল ৷ আমাদের এই সাফল্যের রহস্য বক্তিগত পারফরম্যান্স, যা আসে ফুরফুরে মনোভাব থেকে ৷'’ লাঞ্চ পর্যন্ত ম্যাচে ভাল জায়গায় ছিল ইংল্যান্ড ৷ কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পরেই বুমরার ভয়ঙ্কর স্পেল ইংরেজ ইনিংসে কাঁপুনি ধরিয়ে দেয় ৷ দ্রুত 2 উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান গুজরাতের এই ডানহাতি পেসার ৷ এদিনই দ্রুততম ভারতীয় পেসার হিসেব কিংবদন্তি কপিল দেবকে টপকে 100 উইকেটের মাইলস্টোনে পৌঁছন বুমরা ৷
আরও পড়ুন:ওভালে বুমরার 'সেঞ্চুরি', ভাঙলেন কিংবদন্তি কপিল দেবের রেকর্ড
পিছিয়ে পড়েও ইতিবাচক মনোভাবই তাঁদের ফের ম্যাচে ফিরতে সাহায্য করে বলে জানান বুমরা ৷ প্রথম ইনিংসে 127 রানে সাত উইকেট হারানোর পরও দলকে 191 রানে টেনে নিয়ে গিয়েছিলেন টেল এন্ডাররা ৷ তিনি বলেন, '’ ফ্রেস পিচে প্রথম ইনিংসে আমরা বড় স্কোর করতে পারিনি ৷ কিন্তু তাতেও আমরা আশা ছাড়িনি ৷ আমরা শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছি৷ আমরা সেটা পেরেছি ৷'
সতীর্থ ‘লর্ড’ শার্দুলের বন্দনা শোনা গেল তারকা ফাস্ট বোলারের মুখেও। বুমরা বলেন, ‘‘শার্দুলের ইনিংসগুলির গুরত্ব অপরিসীম। প্রথম ইনিংসে ওর ইনিংসে ভর করে আমরা ম্যাচে ফিরি ৷ আর দ্বিতীয় ইনিংসে দলকে আরও ভাল জায়গায় পৌঁছে আমাদের জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ওর পারফরম্যান্সে আমরা সকলেই খুশি ৷ আশা করছি, ভবিষ্যতে নিজের ফর্ম ধরে রেখে আরও ভাল পারফর্ম করবে শার্দুল।’’
আরও পড়ুন:লিডসের মধুর প্রতিশোধ ওভালে, রুটদের হারিয়ে সিরিজ়ে 2-1 ব্যবধানে এগোল ভারত
দুই ইনিংসেই অর্ধশতরান করার পাশাপাশি ম্যাচে তিনটি উইকেটও নেন শার্দুল ঠাকুর। প্রথম ইনিংসে তাঁর লড়াকু হাফ-সেঞ্চুরি ভারতের স্কোরকে ২০০ রানের দোরগোড়ায় পৌঁছে দেয় ৷ আর দ্বিতীয়টি ইনিংসে তাঁর 60 রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের সামনে বড় রানের টার্গেট দিয়ে সক্ষম হয় ভারত ৷ চতুর্থ ইনিংসে 368 রান তাড়া করতে গিয়ে 210 রানে গুটিয়ে যায় রুটবাহিনী ৷