হায়দরাবাদ, 13 নভেম্বর:সালটা 1992 । বছর তিরিশেক আগের বেনসন হেজেস বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করেছিল পাকিস্তান । জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যমাত্রার 22 রান আগেই গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড । সৌজন্যে, দুই বোলার ওয়াসিম আক্রম ও মুস্তাক আহমেদ । দুই অস্ত্রের দাপটেই মুখে হাসি ফুটেছিল ইমরান খানের (Imran Khan) ।
কাট টু 2022 । ফর্ম্যাট আলাদা হলেও বিশ্বকাপের নির্ণায়ক মঞ্চে মুখোমুখি হয়েছিল দুই দল । তিন দশক আগের মতো এদিনও আগে ব্যাট করতে নেমেছিল 'মেন ইন গ্রিন' । কিন্তু ওই পর্যন্তই । বাকি ছবিটা সম্পূর্ণ আলাদা । মেলবোর্নের মাঠে 92'এর স্মৃতি ফেরাতে পারল না 'বাবর অ্যান্ড কোং' (Babar Azam) । সৌজন্যে সেই দুই বোলার, শাহিন শাহ আফ্রিদি এবং ইফতিকার আহমেদ । গুরুত্বপূর্ণ সময়ে দলের সেরা বোলারের চোটই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় (England beat Pakistan to clinch T20 WC) ।
92'এর পাক দলে ছিল ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হক, ওয়াসিম আক্রমের মতো তাবড় কিছু তারকা । যাদের নিয়েই মেলবোর্নে স্বপ্নের তরী ভাসিয়েছিল পাকিস্তান । তিরিশ বছর পর সেই মাঠেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা সইলেন বাবর আজম ।