পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

48-এ পা সচিনের, ফিরে দেখা কিছু অবিস্মরণীয় ইনিংস - Sachin Tendulkar b'day, Little Master turns 48

1994 সালের 27 মার্চ, এই দিনেই সচিন ভারতের হয়ে প্রথম ওপেনিং করতে নামেন ৷ তাই এই দিনটি ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে চিরস্মরণীয় ৷ 1989 সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সচিন অভিষেক করেন ৷

48-এ পা সচিনের
48-এ পা সচিনের

By

Published : Apr 24, 2021, 8:09 PM IST

মুম্বই, 24 এপ্রিল : ভারতীয় ক্রিকেটে যদি কেউ অসংবাদিত রাজা থাকেন, তিনি নিঃসন্দেহে সচিন রমেশ তেন্ডুলকর ৷ আজ 24 এপ্রিল, সচিনের 48 তম জন্মদিন ৷ এই উপলক্ষ্যে রোমন্থন করা যাক সচিনের কয়েকটি অবিস্মরণীয় ইনিংস, যা ক্রিকেট ভক্তদের কাছে তাঁকে ক্রিকেট দেবতা হিসেবে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে ৷

1994 সালের 27 মার্চ, এই দিনেই সচিন ভারতের হয়ে প্রথম ওপেনিং করতে নামেন ৷ তাই এই দিনটি ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে চিরস্মরণীয় ৷ 1989 সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সচিন অভিষেক করেন ৷ কিন্তু ওপেনার হিসেবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে 1994 সালেই প্রথম নামেন ৷ ওপেরনিং ম্যাচকে স্মরণীয় করে রেখেছিলেন তিনি ৷ মাস্টার ব্লাস্টারের ব্যাট থেকে এসেছিল 49 বলে 82 রানের ইনিংস ৷

তবে 1998 সালে মরুদেশ শারজায় অজি বোলারদের গর্ব ভেঙেছিলেন সচিন ৷ অনেকের মতে সচিন নিজের জীবনের সেরা ইনিংস খেলেছিলেন শারজায় ৷ পরপর দুই ম্যাচে দুটি শতরান ৷ আরও একটি স্মরণীয় ইনিংস 2003 সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে 98 রান ৷ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারও মাস্টার ব্লাস্টারের কাছে ফিকে হয়ে গিয়েছিলেন ৷ মাত্র 75 বলে 98 রানের ইনিংস খেলেন সচিন ৷

48-এ পা সচিনের

আরও পড়ুন : ফিরে দেখা বার্থডে বয় সচিনের একদিনের ক্রিকেটে মাস্টার ইনিংসগুলি

ক্রিকেট বিশ্বে সচিন তাঁর কেরিয়ার তৈরি করেছিলেন কিছু অবিস্মরণীয় ইনিংস খেলে ৷ তেমনই প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে তে 200 রানের ইনিংস খেলেন ৷ 2010 সালে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি এই ইনিংস খেলেন ৷ তাঁর কেরিয়ারে ক্রিকেটের শিখরে পৌঁছালেও, অধরা ছিল বিশ্বকাপের ট্রফি ৷ নিজের পঞ্চম বিশ্বকাপে নিজের শহরে তিনি তাঁর সেই স্বপ্নপূরণ করেন ৷ 2011 সালের 2 এপ্রিল ভারত দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ জেতে ৷ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচে কোহলির কাঁধে চেপে মাঠ ছাড়েন মাস্টার ব্লাস্টার ৷

ABOUT THE AUTHOR

...view details