কলম্বো, 16 সেপ্টেম্বর: রবিবার কলম্বোয় আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে মেগা ফাইনালে ৷ তার ঠিক আগে দেশ থেকে এক ক্রিকেটারকে জরুরি ভিত্তিতে দ্বীপরাষ্ট্রে ডেকে পাঠাল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ বাংলাদেশের বিরুদ্ধে শুক্রবার সুপার-ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে 6 রানে হারতে হয়েছে 'মেন ইন ব্লু'কে ৷ এই হার ফাইনালে ওঠার পথে কোনওরকম বাধা তৈরি না-করলেও ম্যাচে চোট পেয়ে উদ্বেগ বাড়িয়েছেন বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ৷ তাঁরই পরিবর্তে হিসেবে ওয়াশিংটন সুন্দরকে জরুরি তলব করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷
অক্ষরের চোট কতটা গুরুতর, সে বিষয়ে ভারতীয় দলের তরফে স্পষ্ট কোনও ধারণা দেওয়া হয়নি ৷ তবে আগাম সতর্কতা অবলম্বন করেই ওয়াশিংটনকে ডেকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে ৷ চেন্নাইয়ের স্পিনার আবার আসন্ন হ্যাংঝাউ এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআই'কে বলেছে, "অক্ষরের একাধিক চোট রয়েছে ৷ ওর হাতের আঙুলে চোট রয়েছে, থ্রোয়ের সময় হাতে চোট পেয়েছে ৷ সবচেয়ে বড় কথা ওর হ্যামস্ট্রিংয়েও একটা চোট রয়েছে ৷ আর সেই কারণেই ওয়াশিংটনকে ডেকে পাঠানো হয়েছে ৷"