পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav on Show Cause Controversy : বিরাটকে শোকজ করতে চেয়েছিলেন, খবরের সত্যতা ওড়ালেন সৌরভ - Sourav on Show Cause Controversy

বিরাটের বিতর্কিত সাংবাদিক বৈঠক নিয়ে তাঁকে শোকজ করতে চাওয়ার খবর সত্যি নয় (Wants to Show Cause Virat Kohli is Not True)। সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । কয়েকদিন আগে জানা যায়, সৌরভ বিরাটকে শোকজ করতে চেয়েছিলেন সাংবাদিক বৈঠকে তাঁর করা মন্তব্য নিয়ে । কিন্তু, জয় শাহ নাকি সৌরভকে তা থেকে বিরত করেন । যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছিল । এবার সৌরভ সেই বিতর্কে ইতি টানার চেষ্টা করলেন (Sourav on Show Cause Controversy)।

Wants to Show Cause Virat Kohli is Not True says Sourav Ganguly
Wants to Show Cause Virat Kohli is Not True says Sourav Ganguly

By

Published : Jan 22, 2022, 12:34 PM IST

মুম্বই, 22 জানুয়ারি : বিরাট কোহলিকে শোকজ করতে চাওয়ার খবর সত্যি নয় ৷ সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Wants to Show Cause Virat Kohli is Not True) ৷ কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিরাট কোহলির বিতর্কিত সাংবাদিক বৈঠকের পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে শোকজ নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ কিন্তু, জয় শাহ’র হস্তক্ষেপে সৌরভ নাকি তা করেননি ৷

বিসিসিআই’র এক সূত্র দাবি করেছিল, সেই সময় টেস্ট সিরিজে এর প্রভাব পড়তে পারে ভেবে কোহলিকে শোকজ না করার সিদ্ধান্ত নেওয়া হয় । টেস্ট সিরিজের পরে তাঁর কাছে এ নিয়ে জবাব চাওয়া হত । কিন্তু, তার আগেই তৃতীয় টেস্ট হেরে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট । যা নিয়ে বিসিসিআই সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর কোহলিকে শোকজ করতে চাওয়ার খবরের মধ্যে কোনও সত্যতা নেই (Sourav on Show Cause Controversy)।

আরও পড়ুন : ক্যাঙ্গারুর দেশে সিরিজ জয় থেকে সফলতম অধিনায়ক, টেস্ট ক্যাপ্টেন বিরাটের মুকুটে ছড়ানো মণিমাণিক্য

প্রসঙ্গত, কোহলি টি-20 অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত বদলের কথা বলেছিলেন । যা মানতে চাননি কোহলি । এমনটাই জানিয়ে ছিলেন সৌরভ । তবে, বিসিসিআই এর তরফে কেউ তাঁকে এমন অনুরোধ করেনি বলে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন কোহলি । যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিরাট কোহলির মধ্যে বিরোধ দেখা দেয় ।

আর সেই বিরোধকে আরও উস্কে দেয় কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত সৌরভের বিরাটকে শোকজ করতে চাওয়ার খবর । এদিন সৌরভ নিজে সেই দাবি সম্পূর্ণভাবে খারিজ করেছেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details