পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup Exclusive: ফাইনালে রোহিতদের বিরুদ্ধে নাতির খেলা দেখতে মুখিয়ে রাচিনের দাদু

তিন তিনটি শতরান সহযোগে আপাতত বিশ্বকাপের তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ৷ নাতির পারফরম্যান্স নিয়ে কী বলছেন কিউয়ি ক্রিকেটারের দাদু টিএ বালাকৃষ্ণ ৷ শুনলেন ইটিভি ভারতের প্রতিনিধি কুমার সুব্রহ্মনিয়া ৷

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 7:59 PM IST

Etv Bharat
Etv Bharat

বেঙ্গালুরু, 7 নভেম্বর: তাঁকে এখন নিউজিল্যান্ড ক্রিকেটের 'ওন্ডার কিড' বললেও মোটেই অত্যুক্তি হয় না ৷ 2019 বেঙ্গালুরুর পানশালায় বসে ফাইনাল উপভোগ করা রাচিন রবীন্দ্র চার বছর বাদে এসে বিশ্বকাপে কিউয়িদের আস্তিনের তাস ৷ লকি ফার্গুসন ছিটকে না-গেলে একাদশে কতটা সুযোগ পেতেন, তা নিয়ে সংশয় রয়েছে ৷ কিন্তু সুযোগ লুফে নেওয়া যাকে বলে, ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি অলরাউন্ডার ঠিক সেটাই করেছেন ৷ তিন তিনটি শতরান সহযোগে আপাতত বিশ্বকাপের তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক বছর চব্বিশের তরুণ তুর্কী ৷

বাবা-মা'য়ের সঙ্গে রাচিন নিউজিল্যান্ডের নাগরিকত্ব লাভ করলও তাঁর দাদু-ঠাকুরদারা এখনও বেঙ্গালুরুতেই থাকেন ৷ নাতি ভিনদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করলেও তাঁর পারফরম্যান্স তারিয়ে তারিয়ে উপভোগ করছেন রাচিনের দাদু ৷ আগামী 19 নভেম্বর মেগা ফাইনালে ভারতের বিরুদ্ধে নাতির খেলা দেখা দেখতে মুখিয়ে দাদু টিএ বালাকৃষ্ণ ৷

ইটিভি ভারতের সঙ্গে তাঁর আলোচনায় উঠে এল নানা কথা ৷ চলতি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে বালাকৃষ্ণ বলেন, "ভারতীয় দল প্রশ্নাতীত ভাবে দারুণ পারফর্ম করে চলেছে ৷ তারা সবক'টি ম্যাচই এখনও পর্যন্ত জিতেছে ৷ আমি চাই ফাইনালে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি ৷ রাচিন সেই ম্যাচে ভালো খেলুক তবে ভারত চ্যাম্পিয়ন হোক ৷" নানা প্রসঙ্গ উঠে এল এ যাবৎ বাইশ গজে রাচিনের জার্নি নিয়েও ৷

আরও পড়ুন:বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত, জাড্ডু-রোহিতের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন নির্বাচক জগদালে

কিউয়ি অলরাউন্ডারের দাদু বলছেন, "1999 সালে জন্ম রাচিনের ৷ ওর বাবা রবি কৃষ্ণমূর্তিই ওর প্রথম শিক্ষক ৷ রবির ক্লাব ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ রাচিন ওর বাবার সঙ্গে ক্লাব ক্রিকেট খেলতে ভিন রাজ্যে ঘুরেছে ৷ এভাবেই রাচিনের ক্রিকেটের প্রতি অনুরাগ ৷ খেলাধুলোর প্রতি আগ্রহ থেকেই সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নামে ওর বাবা-মা রাচিনের নামকরণ করে ৷" উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি করার পর খোদ রাহুল দ্রাবিড়ের প্রশংসা কুড়িয়েছেন রাচিন ৷

এ ব্যাপারে বালাকৃষ্ণ বলেন, "নিউজিল্যান্ডে উইলিয়ামসনের সঙ্গে একই ক্লাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে রাচিন ৷ স্বাভাবিকভাবেই কেন ওর খেলা সম্পর্কে অবগত ৷ আমি চাই ও আরও সুযোগ পাক ৷ আমার দেশের স্বনামধন্য ক্রিকেটারদের প্রশংসা ও পাচ্ছে দেখে ভালোলাগছে ৷" একইসঙ্গে ইডলি-ধোসার মতো দক্ষিণ ভারতের খাবার-দাবারের প্রতি রাচিনের ভালোবাসার কথাও শোনান তাঁর দাদু ৷ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের তৃতীয় শতরানটি এসেছে রাচিনের ৷ সেই ম্যাচ তিনি দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন বালাকৃষ্ণ ৷ কিন্তু আইসিসি'র প্রোটোকলের চাপে নাতির সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন রাচিনের দাদু ৷

ABOUT THE AUTHOR

...view details