কলকাতা, 17 অগস্ট:বাংলা দলে প্রতিভার অভাব নেই। তাই ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী ডাব্লু ভি রামন। কোচ লক্ষীরতন শুক্লাকে সঙ্গে নিয়ে বর্তমান বাংলা দলকে নিয়ে নিজের বিশ্লেষন শোনালেন তিনি। ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনার টানা দশদিন ধরে অভিমন্যু ঈশ্বরনদের ট্রেনিং করালেন। মূলত ব্যাটিংয়ের প্রাথমিক ভুল ত্রুটি শুধরে দেওয়ার প্রথম ধাপ সারলেন তিনি (Woorkeri Raman is hopeful about Bengal's performance)।
গত কয়েক বছরে রঞ্জি ট্রফি সহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে বাংলার তীরে এসে তরী ডোবার কারণ প্রয়োজনীয় সময়ে ব্যাটারদের ব্যর্থতা। এর আগে দুবার বাংলার কোচের দায়িত্ব সামলানো রামন এবার লক্ষীরতনের ছেলেদের ব্যাটিং উপদেষ্টা। ব্যাটারদের ব্যর্থতার বিশ্লেষণে তার উপলব্ধি প্রস্তুতির অভাব কিংবা কম ম্যাচ খেলা। কোভিড আক্রান্ত সময়ের বেড়াজালও কারন বলে মনে করেন তিনি।