মুম্বই, 25 অগস্ট: করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড় । ফলে এশিয়া কাপে তাঁর দলের সঙ্গে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল । তারপরেই বিসিসিআই'য়ের তরফে জানিয়ে দেওয়া হল, রাহুলের অনুপস্থিতিতে হেডস্যরের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman named interim Head Coach for Asia Cup 2022) । প্রসঙ্গত, জিম্বাবোয়ে সফরেও দ্রাবিড়কে বিশ্রাম দিয়েছিল নির্বাচক কমিটি (India head coach Rahul Dravid tests Covid Positive) ।
আগামী 27 অগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতের প্রথম ম্যাচ প্রতিযোগিতার দ্বিতীয়দিন পাকিস্তানের সঙ্গে ৷ স্টাম্পার-ব্যাটার হিসেবে 15 সদস্যের দলে ঋষভ পন্থ ছাড়াও রয়েছেন অভিজ্ঞ দীনেশ কার্তিক ৷ অলরাউন্ডার হিসেবে মরুদেশে এশিয়া সেরা প্রতিযোগিতায় 'মেন ইন ব্লু'-র ভরসা হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা ৷