নাবিমুম্বই, 14 ডিসেম্বর: মেয়েদের টেস্ট ক্রিকেটের দুর্দশার কথা কয়েকদিন আগেই প্রেস কনফারেন্সে তুলে ধরেছিলেন স্মৃতি মন্দানা ৷ তিনি জানিয়েছিলেন চার দিনের ক্রিকেটের ক্ষেত্রে মেয়েরা এখনও অনেকটাই পিছিয়ে ৷ কারণ একটাই ম্যাচ প্রায় হয় না বললেই চলে ৷ নিজের দশ বছরের ক্রিকেটজীবনে তিনি মাত্র 4টি টেস্ট খেলেছেন এমনটাই জানিয়েছিলেন স্মৃতি ৷ যা মোটেই ভালো খবর নয় ৷ যাই হোক আপাতত নাবিমুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের একবার টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল ৷ এই ম্যাচেই তৈরি হল একটি দারুণ ইতিহাস ৷ ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার হিসাবে মাঠে নামলেন বৃন্দা ঘনশ্যাম রাঠি ৷
বৃন্দা এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসাবেই দায়িত্ব সামলাচ্ছেন ৷ 2014 সালে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আম্পায়ারিং-এর পরীক্ষায় পাশ করেন বৃন্দা ৷ এরপর 2018 সালে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আয়োজিত পরীক্ষাতেও তিনি পাশ করেন ৷
তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি বৃন্দাকে ৷ 2020 সালে ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের ডেভলপমেন্ট প্যানেল অফ আম্পায়ার্স-এও যুক্ত হওয়ার সুযোগ পান তিনি ৷ প্রথম উইমেন প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচেও আম্পায়ারিং-এর দায়িত্ব সামলেছিলেন তিনি ৷ এরপর হ্যাংঝাউতে এশিয়ান গেমসেও তিনি সুযোগ পান ৷
এই টেস্টে অন্য অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন কেএন অনাথপদ্মনাভম ৷ তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন বীরেন্দ্র শর্মা ৷ আর ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের রেফারির দায়িত্বে রয়েছেন জিএস লক্ষী ৷ প্রায় 9 বছর পরে ভারতে আবার টেস্ট ক্রিকেট খেলছে ভারতীয় মহিল দল ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলাদের টেস্ট ম্যাচের সংখ্যা ঠিক কতটা কম তা এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ৷ এবারও মাত্র একটিই টেস্ট ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল ৷ তাই টেস্ট ম্যাচের আরও বেশি হলে মেয়দেরও লাল বলের ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়বে ৷ তবে বৃন্দার জন্য় এটি যে অত্যন্ত বড় ম্যাচ তা বলাই বাহুল্য ৷
আরও পড়ুন:
- বিশ্বকাপে 'হিট' শ্রেয়সেই ভরসা! আইপিএলে নাইটদের ঘর সামলাবেন আইয়ার
- মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব তাঁদের, মত হরমনপ্রীতের
- 'অর্জুন' মহম্মদ শামি! ক্রীড়ামন্ত্রকের কাছে বঙ্গ পেসারের নাম প্রস্তাব বিসিসিআইয়ের