মোহালি, 10 জানুয়ারি: যথাযথ সময়েই শুরু হবে ভারত বনাম আফগানিস্তান প্রথম টি-20 ম্যাচ ৷ বুধবার এমনটাই জানিয়েছেন পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য দিলশের খান্না ৷ গত কয়েকদিনে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছে গিয়েছে পঞ্জাবে ৷ এই পরিস্থিতিতে ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল ৷ তবে খান্না জানিয়েছেন কুয়াশার কারণে যাতে ম্যাচ বন্ধ না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে পিসিএ ৷
ইটিভি ভারতকে দিলশের খান্না বলেন, "ম্যাচের জন্য সবরকম নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা তৈরি রাখা হয়েছে ৷ আর আবহাওয়ার বিষয়টি নিয়ে যদি বলা হয়, তাহলে তা ম্যাচে কোনও প্রভাব ফেলবে না ৷ আর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বৃহস্পতিবার ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা নেই ৷" এই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি 14 মাস পর ভারতীয় দলে ফিরেছেন ৷ যদিও হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, বিরাট ব্যক্তিগত কারণে বৃহস্পতিবারের ম্য়াচ খেলবেন না ৷
আগামী জুন মাসে বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই ভারতের শেষ টি-20 আন্তর্জাতিক সিরিজ ৷ এরপর টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ তারপরেই আইপিএল শুরু হয়ে যাবে ৷ মোহালিতে ভারত বনাম আফগানিস্তানের ম্যাচে পিচ ব্যাটিং সহায়কই হবে বলে মনে করা হচ্ছে ৷ যা সাধারণত হয়ে থাকে ৷ তবে, শীতের সময় ভারতে শিশির একটা ব়ড ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ৷ বর্তমানে শিশিরের প্রভাব কমানোর জন্য স্প্রে ব্যবহার হলেও, মোহালির মাঠে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে ৷