পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম, তবু সময়েই শুরু হবে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ; জানাল পিসিএ - ঘন কুয়াশা

Visibility Issue Due to Dense Fog in Mohali: সময়েই শুরু হবে ভারত বনাম আফগানিস্তান টি-20 আন্তর্জাতিক ম্যাচ ৷ গত কয়েকদিন ধরে মোহালিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই কম ৷ যার জেরে ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল ৷ তবে, আজ পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা ইটিভি ভারতকে এমনটাই জানিয়েছেন ৷

ETV BHARAT File Image
ETV BHARAT File Image

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 10:02 PM IST

মোহালি, 10 জানুয়ারি: যথাযথ সময়েই শুরু হবে ভারত বনাম আফগানিস্তান প্রথম টি-20 ম্যাচ ৷ বুধবার এমনটাই জানিয়েছেন পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য দিলশের খান্না ৷ গত কয়েকদিনে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছে গিয়েছে পঞ্জাবে ৷ এই পরিস্থিতিতে ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল ৷ তবে খান্না জানিয়েছেন কুয়াশার কারণে যাতে ম্যাচ বন্ধ না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে পিসিএ ৷

ইটিভি ভারতকে দিলশের খান্না বলেন, "ম্যাচের জন্য সবরকম নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা তৈরি রাখা হয়েছে ৷ আর আবহাওয়ার বিষয়টি নিয়ে যদি বলা হয়, তাহলে তা ম্যাচে কোনও প্রভাব ফেলবে না ৷ আর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বৃহস্পতিবার ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা নেই ৷" এই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি 14 মাস পর ভারতীয় দলে ফিরেছেন ৷ যদিও হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, বিরাট ব্যক্তিগত কারণে বৃহস্পতিবারের ম্য়াচ খেলবেন না ৷

আগামী জুন মাসে বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই ভারতের শেষ টি-20 আন্তর্জাতিক সিরিজ ৷ এরপর টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ তারপরেই আইপিএল শুরু হয়ে যাবে ৷ মোহালিতে ভারত বনাম আফগানিস্তানের ম্যাচে পিচ ব্যাটিং সহায়কই হবে বলে মনে করা হচ্ছে ৷ যা সাধারণত হয়ে থাকে ৷ তবে, শীতের সময় ভারতে শিশির একটা ব়ড ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ৷ বর্তমানে শিশিরের প্রভাব কমানোর জন্য স্প্রে ব্যবহার হলেও, মোহালির মাঠে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে ৷

এই পরিস্থিতিতে আগামিকাল টস গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ সন্ধেয় খেলা শুরু হবে ৷ সেক্ষেত্রে আগে বোলিং করা দলের পক্ষেও শিশিরের প্রভাব থেকে বাঁচা কার্যত অসম্ভব ৷ তাও যে দলের অধিনায়ক টস জিতবেন, তিনি আগে ফিল্ডিং নেবেন তা ধরে নেওয়া যায় ৷ ভারতীয় দলের হয়ে অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ওপেন করবেন ৷ সেক্ষেত্রে শুভমন গিল তিন নম্বরে খেলবেন ৷ এই ম্যাচে ভারত তিলক বর্মাকে খেলাতে পারে ৷ পাঁচ নম্বরে সঞ্জু স্যামসন ৷ তিনি উইকেটকিপার ব্যাটার হিসেবে থাকবেন ৷ আর ছয়ে রিঙ্কু সিং ৷

তবে, ভারতের বোলিং বিভাগ নিয়ে কোনও চূড়ান্ত ধারণা এখনও মেলেনি ৷ আর্শদীপ, মুকেশ, কুলদীপ খেলছেন ধরে নেওয়া যায় ৷ অন্যদিকে, স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন খেলবেনই ৷ বাকি থাকা একটি শূন্যস্থানের জন্য আবেশ এবং শিবম দুবের মধ্যে লড়াই ৷ তবে, বোলিং শক্তিশালী করতে চাইলে আবেশ আগে সুযোগ পাবেন ৷ আর ব্যাটিংয়ে শক্তি বাড়িয়ে বোলিং বিভাগে ভারসাম্য আনার বিষয় ভাবলে শিবম দুবের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে ৷

আরও পড়ুন:

  1. বিরাটকে ছাড়াই আফগানদের বিরুদ্ধে প্রথম টি-20'র ঘুঁটি সাজাচ্ছে দ্রাবিড় অ্য়ান্ড কোং
  2. জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি খেলা বাধ্যতামূলক করতে চলেছে বিসিসিআই
  3. 34-এ অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার স্টিভ স্মিথ, নিশ্চিত করলেন জর্জ বেইলি

ABOUT THE AUTHOR

...view details