কেপটাউন, 23 জানুয়ারি :সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা না হওয়া পর্যন্ত মেয়ে ভামিকাকে তারা অনুরাগীদের সামনে আনবেন না কিছুতেই ৷ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন 'বিরুষ্কা'৷ পাপারাৎজি, চারদিকে তাক করে রাখা ক্যামেরার লেন্সের সঙ্গে আর শেষ অবধি পেরে উঠলেন না সেলেব জুটি ৷ কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান-ডে চলাকালীন প্রথমবার প্রকাশ্যে এল বিরাট-কন্যা ভামিকার ছবি (Virushka daughter Vamika appears in front of camera for the first time) ৷ ভিআইপি বক্সে মেয়েকে কোলে নিয়ে বিরাটের হাফসেঞ্চুরি সেলিব্রেট করছিলেন অনুষ্কা শর্মা ৷ সুযোগ কোনওমতেই হাতছাড়া করেনি ক্যামেরা ৷ মায়ের কোলে ভামিকার সেলিব্রেশন প্রকাশ্যে আসতেই হইচই শুরু নেটপাড়ায় ৷
দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমকে কোহলির অনুরোধ এখনও অনুরাগীদের স্মৃতিতে টাটকা ৷ সংবাদমাধ্যমের কর্মীদের তৎকালীন টেস্ট অধিনায়ক অনুরোধ করেছিলেন মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে ৷ কিন্তু নিউল্যান্ডসে এদিন সম্পূর্ণ বিপরীত চিত্র ৷ অনুষ্কাকে দেখে একবারের জন্যেও মনে হয়নি মেয়েকে তিনি ক্য়ামেরার থেকে আড়াল করতে চাইছেন ৷ উলটে অর্ধশতরান পূর্ণ করে মেয়ের উদ্দেশ্যে ব্যাট কোলে বিশেষ সেলিব্রেশন সারেন বিরাটও ৷