দুবাই, 13 নভেম্বর: ভারতের টি-20 বিশ্বকাপ এবং ওয়ান-ডে বিশ্বকাপ জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ ওপেনিং করতে নেমে প্রতিপক্ষ বোলারের আতংক ছিলেন তিনি ৷ সেই বীরুকে এবার 'হল অফ ফেম'-এ জায়গা দিল আইসিসি ৷ তালিকায় রয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান মিডল-অর্ডার ব্যাটার অরবিন্দ ডি’সিলভা ৷ একইসঙ্গে প্রথম কোনও প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন ৷ মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজিকে এই সম্মান দেওয়া হয়েছে আইসিসি'র তরফে ৷
ক্রিকেটার জীবনে অসাধারণ সাফল্যের জন্য এই তিন তারকা ক্রিকেটারকে হল অফ ফেমে জায়গা দিল ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ ভারতের দু’টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য বীরেন্দ্র সেহওয়াগকে আইসিসি 'হল অফ ফেম'-এ জায়গা দিল ৷ বিধ্বংসী এই প্রাক্তন ওপেনার ভারতের জার্সিতে 1999 থেকে 2013 সাল পর্যন্ত বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছেন ৷ একমাত্র ভারতীয় ব্যাটার যাঁর নামে টেস্ট ক্রিকেটে দু’টি তিনশো রানের ইনিংস রয়েছে ৷ টেস্ট ক্রিকেটে 23টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামে ৷ ভারতীয় ক্রিকেটারদের নিরিখে সেরা পাঁচ টেস্ট সেঞ্চুরিকারী ব্যাটার সেহওয়াগ ৷ টেস্টে ক্রিকেটের পাশাপাশি ওয়ান-ডে ক্রিকেটেও দারুণ সাফল্য রয়েছে বীরুর নামে ৷ সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে দু’শো রান করেছিলেন তিনি ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে 219 রান করেন সেহওয়াগ ৷