পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Coromandel Express Accident: ওড়িশায় জোড়া ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ বিরাট-সেহওয়াগদের - ওড়িুশায় জোড়া ট্রেন দুর্ঘটনা

ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ এবং ভিভিএস লক্ষ্মণের ৷ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তাঁরা ৷ আহতদের দ্রুত আরোগ্যও কামনা করলেন ৷

Coromandel Express Accident ETV BHARAT
Coromandel Express Accident

By

Published : Jun 3, 2023, 12:40 PM IST

Updated : Jun 3, 2023, 1:54 PM IST

কলকাতা, 3 জুন: করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন বিরাট কোহলি ৷ এই মুহূর্তে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে লন্ডনে ৷ সেখান থেকেই ওড়িশার বালাসোরে মর্মান্তিক জোড়া ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে টুইট করেছেন বিরাট ৷ এর পাশাপাশি প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এবং প্রাক্তন ব্যাটার ভিভিএস লক্ষ্মণ টুইটে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা ৷

সম্প্রতি আইপিএলে অসাধারণ ফর্মে থাকা বিরাট টুইটারে লিখেছেন, "ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর শুনে আমি খুবই মর্মাহত ৷ এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা ব্যক্ত করছি ৷ একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করি ৷"

বিরাট কোহলির পাশাপাশি, প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে শোকাহত হলাম ৷ যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের জন্য আমি শোকাহত এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এমনটাই কামনা করছি ৷"

ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, "ওড়িশার এই অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে নিজেকে অত্যন্ত অসহায় লাগছে ৷ আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই ৷"

আরও পড়ুন:বালাসোর ট্রেন বিপর্যয়ে স্থানীয়দের মানবিক মুখ, লাইনে দাঁড়িয়ে দিচ্ছেন রক্ত

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় যশবন্তপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায় ৷ সেই সময় পাশের আপ লাইন দিয়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস আসছিল বালাসোর স্টেশন ছেড়ে ৷ লাইনচ্যুত যশবন্তপুর এক্সপ্রেস করমণ্ডলের বগিগুলিতে ধাক্কা মারে ৷ এই ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা আড়াইশোর কাছাকাছি পৌঁছেছে ৷ তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ উদ্ধারকারী দলের আশঙ্কা দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলির ভিতরে অনেকে আটকে রয়েছেন ৷ তাঁরা বেঁচে আছেন কিনা, সেনিয়েও সংশয় রয়েছে ৷ এমনকি হাসপাতালগুলিতেও অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷

Last Updated : Jun 3, 2023, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details