কলম্বো, 15 সেপ্টেম্বর: ফাইনালে উঠে যাওয়ার পর নিয়মরক্ষার ম্যাচে রান-মেশিনকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কার্যত রিজার্ভ বেঞ্চকে নামিয়েছে ভারত ৷ তাতেও মাঠে নেমে যাবতীয় আলো কেড়ে নিলেন সেই বিরাট কোহলি ৷ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘ওয়াটার বয়’ বিরাটকে দেখল বিশ্ব ৷
মাঠে শুধু প্রতিপক্ষকে কোনঠাসা করাই নয়, বিচিত্র সব অঙ্গভঙ্গি করে মেজাজ ফুরফুরে করতেও জুরি নেই বিরাটের ৷ শুক্রবারের এশিয়া কাপের ম্যাচে জল বওয়ার দায়িত্ব বর্তেছিল দিল্লি-বয়ের কাঁধে ৷ আম্পায়ার জলপানের বিরতি দিতেই জলের বোতল হাতে অদ্ভুদভাবে ছুটে মাঠে ঢুকলেন কোহলি ৷ যা দেখে হাসি চাপতে পারেননি সঙ্গে থাকা মহম্মদ সিরাজ, ডাগ-আউটে থাকা সতীর্থরাও ৷ এটাই অবশ্য প্রথমবার নয়, এর আগেও বহুবার ওয়াটার বয়ের দায়িত্ব পালন করেছেন দেশের তারকা ক্রিকেটার ৷