পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 6:15 PM IST

Updated : Sep 15, 2023, 10:48 PM IST

ETV Bharat / sports

Virat Kohli turns Water Boy: ব্যাটার নয়, কলম্বোয় ‘ওয়াটার বয়’ বিরাটে মুগ্ধ অনুরাগীরা

প্রেমাদাসা স্টেডিয়ামে ‘ওয়াটার বয়’ বিরাটকে দেখল বিশ্ব ৷ আম্পায়ার জলপানের বিরতি দিতেই জলের বোতল হাতে অদ্ভুদভাবে ছুটে মাঠে ঢুকলেন কোহলি ৷ যা দেখে হাসি চাপতে পারেননি সঙ্গে থাকা মহম্মদ সিরাজ, ডাগ-আউটে থাকা সতীর্থরাও ৷

Etv Bharat
Etv Bharat

কলম্বোয় ‘ওয়াটার বয়’ বিরাটে মুগ্ধ অনুরাগীরা

কলম্বো, 15 সেপ্টেম্বর: ফাইনালে উঠে যাওয়ার পর নিয়মরক্ষার ম্যাচে রান-মেশিনকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কার্যত রিজার্ভ বেঞ্চকে নামিয়েছে ভারত ৷ তাতেও মাঠে নেমে যাবতীয় আলো কেড়ে নিলেন সেই বিরাট কোহলি ৷ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘ওয়াটার বয়’ বিরাটকে দেখল বিশ্ব ৷

মাঠে শুধু প্রতিপক্ষকে কোনঠাসা করাই নয়, বিচিত্র সব অঙ্গভঙ্গি করে মেজাজ ফুরফুরে করতেও জুরি নেই বিরাটের ৷ শুক্রবারের এশিয়া কাপের ম্যাচে জল বওয়ার দায়িত্ব বর্তেছিল দিল্লি-বয়ের কাঁধে ৷ আম্পায়ার জলপানের বিরতি দিতেই জলের বোতল হাতে অদ্ভুদভাবে ছুটে মাঠে ঢুকলেন কোহলি ৷ যা দেখে হাসি চাপতে পারেননি সঙ্গে থাকা মহম্মদ সিরাজ, ডাগ-আউটে থাকা সতীর্থরাও ৷ এটাই অবশ্য প্রথমবার নয়, এর আগেও বহুবার ওয়াটার বয়ের দায়িত্ব পালন করেছেন দেশের তারকা ক্রিকেটার ৷

17 তারিখ এশিয়া কাপের ফাইনাল ৷ লঙ্কা ‘বধ’ করতে কোহলির উপর অনেকাংশেই ভরসা করছে টিম ম্যানেজমেন্ট ৷ বিশ্বকাপের আগে এশিয়া কাপকেই প্রস্তুতি হিসেবে দেখছেন বিরাটও ৷ এশিয়া কাপের প্রথম ম্যাচে শাহিন শাহ আফ্রিদির বাইরের বল উইকেটে টেনে এনে আউট হয়েছিলেন কোহলি ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে বালখিল্য ভুলের জন্য বিস্তর সমালোচিত হয়েছিলেন তিনি ৷ তারপরেই ফের জাত চিনিয়েছেন বিরাট ৷ পাকিস্তানের বিরুদ্ধেই সেঞ্চুরি করে বিশ্বকাপের আগে ফর্মে ফেরার কথা জানান দিয়ে রেখেছেন ৷ পাক-ম্যাচে ওয়ান ডে ক্রিকেটে 47তম শতরান করার পথে সচিন তেন্ডুলকরের নজির ভেঙেছেন কোহলি ৷ গ্রহের দ্রুততম ব্যাটার হিসেবে 13000 রান স্পর্শ করেছেন দিল্লি ব্যাটার ৷

আরও পড়ুন: শার্দূলের দাপট, শাকিবের হাফ-সেঞ্চুরিতে ম্যাচে ফেরার চেষ্টা টাইগারদের

Last Updated : Sep 15, 2023, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details