লেস্টারশায়ার, 24 জুন : লাল বলের ক্রিকেটে জো রুটের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা চলে প্রতিনিয়ত । অফ-ফর্মের গেরোয় টেস্ট ক্রিকেটে শতরানের নিরিখে তাঁকে টপকে যেতে আর মাত্র একটি শতরান দরকার প্রাক্তন ইংরেজ অধিনায়কের । সেই জো রুটের সঙ্গে এবার বাইশ গজে অন্য ডুয়েলে মাতলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি । সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন পিচে ব্যাট দাঁড় করিয়ে শিরোনামে এসেছিলেন রুট । বৃহস্পতিবার লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীন সেই চেষ্টাই করলেন বিরাট (Virat Kohli tried to make his bat stand like Joe Root) ।
ম্যাচের একটি ভিডিয়ো আন্তর্জালে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 'ম্যাজিশিয়ন' রুটকে অনুসরণ করে নন-স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে ব্যাট ব্যালান্স করার চেষ্টা করছেন কোহলি । ডানদিক-বামদিক নানাভাবে চেষ্টা করেও পিচে ব্যাট দাঁড় করাতে ব্যর্থ হন প্রাক্তন ভারত অধিনায়ক । পাশাপাশি ব্যাট হাতেও প্রস্তুতি ম্যাচে সফল হতে পারলেন না 70টি আন্তর্জাতিক শতরানের মালিক ।