জোহানেসবার্গ, 7 জানুয়ারি : প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান্ডারার্স টেস্ট হারের মধ্যেও খুশির খবর ভারতীয় শিবিরে ৷ কেপটাউনে তৃতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরছেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli to Play Third Test in Cape Town) ৷ দ্বিতীয় টেস্টের আগে পিঠের চোটের কারণে জোহানেসবার্গে মাঠে নামেননি ভারতের টেস্ট অধিনায়ক ৷ যদিও তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ এবং কেপটাউন তৃতীয় তথা শেষ টেস্টে খেলবেন ৷ জানিয়ে দিলেন জোহানেসবার্গে ভারতের স্ট্যান্ডবাই অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul on Virat Kohli) ৷
বৃহস্পতিবার ম্যাচে শেষে সাক্ষাৎকারে কেএল জানিয়েছেন, ‘‘বিরাট ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন ৷ গত কয়েকদিনে তিনি নেট প্র্যাকটিস, ফিল্ডিং এবং দৌড়ের মতো ড্রিল শুরু করেছেন ৷ আমার আশা তিনি ভাল আছেন ৷’’ সেঞ্চুরিয়নে ঐতিহাসিক টেস্ট ম্যাচের জয়ের পর, দুর্ভেদ্য মনে হওয়া ভারতীয় দলকে ওয়ান্ডারার্সের ওয়ান্ডার পিচে 7 উইকেটে হারিয়েছেন ডিন এলগাররা ৷ অধিনায়ক এলগারের 188 বলে 96 রানের ইনিংসে ভর করে 240 রানের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা ৷
আরও পড়ুন : IND vs SA : ওয়ান্ডারার্সে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা