লন্ডন, 22 জুন: করোনা আক্রান্ত হলেন বিরাট কোহলি ৷ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের বাকি থাকা একটি ম্যাচ খেলতে ইংল্যান্ড পৌঁছনোর পরেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে (Virat Kohli Tested Covid Positive Says BCCI Source) ৷ তবে, প্রাক্তন ভারত অধিনায়ক বর্তমানে করোনামুক্ত বলে জানিয়েছে বিসিসিআই-এর একটি সূত্র ৷
মঙ্গলবারই বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছিল, অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন করোনা আক্রান্ত হওয়ার কারণে ইংল্যান্ডে সফরকারী ভারতীয় দলের সঙ্গে বিমানে উঠতে পারেননি ৷ কিন্তু, এ বার বিরাট কোহলির করোনা আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছে ৷ বিসিসিআই সূত্রে খবর, লন্ডন পৌঁছনোর কয়েক দিনের মধ্যেই বিরাট কোহলি করোনা সংক্রমণের শিকার হন ৷ ওই সূত্রের তরফে বলা হয়েছে, ‘‘হ্যাঁ, বিরাটও মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফেরার পর করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ কিন্তু, তিনি এখন সুস্থ হয়ে গিয়েছেন ৷’’