রাঁচি, 7 জুলাই : ঘড়ির কাঁটা 12টা বাজার পর মহেন্দ্র সিং ধোনির রাঁচির ম্যানসনে কতটা উৎসব হয়েছে জানা নেই ৷ কিন্তু ধোনি অনুরাগীরা মাঝরাত থেকেই সেলিব্রেশন শুরু করে দিয়েছেন ৷ কোথাও ধোনির ছবি দেওয়া প্রমাণ সাইজ কেক এসেছে ৷ সোশাল মিডিয়া ধোনির ছবি, ভিডিয়োতে উপচে পড়ছে ৷ প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে ভোলেননি বিরাট কোহলি, সুরেশ রায়না, যুজবেন্দ্র চহ্বালরা ৷ শুভেচ্ছা বার্তা এসেছে আইসিসি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে ৷
ধোনি সবসময় তাঁর ক্যাপ্টেন হয়ে থাকবেন ৷ কথাটা বিরাট কোহলির মুখে অনেকবারই শোনা গিয়েছে ৷ ক্যাপ্টেন কুল-এর 40তম জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বিরাট লিখলেন, শুভ জন্মদিন অধিনায়ক ৷ সঙ্গে লাভ ইমোজি ৷ পোস্টে 2011 বিশ্বকাপ জয়ের ছবি দিয়েছেন বর্তমান ভারত অধিনায়ক ৷ ধোনির কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ভিডিয়োর কোলাজ করে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ সঙ্গে ক্যাপশন, তাঁকে ক্যাপ্টেন কুল আখ্যা দেওয়ার পিছনে কয়েকটি কারণ দেওয়া হল ৷
বিসিসিআইয়ের তরফে লেখা হয়েছে, "একজন কিংবদন্তি এবং অনুপ্রেরণাদায়ক ৷ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷" একইদিনে ধোনির সঙ্গে জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছিলেন সুরেশ রায়না ৷ চেন্নাই সুপার কিংসের এই গুরুত্বপূর্ণ সদস্য ধোনির সঙ্গে কয়েকটি মুহূর্তের ভিডিয়ো টুইট করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা ধোনি ভাই ৷ আমার কাছে তুমি একজন বন্ধু, ভাই এবং মেন্টর ৷ তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি ৷"