দুবাই, 16 মার্চ : দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে সদ্য-সমাপ্ত সিরিজে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার ডেপুটি অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ দল হারলেও ব্যাট হাতে দ্বিতীয় টেস্টে শতরানের ফল পেলেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নেও ৷ তবে ব্যাটারদের ক্রমতালিকায় ফের পতন হল প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli slips to 9th spot among batters in ICC test rankings) ৷
বুধবার আইসিসি প্রকাশিত বোলারদের টেস্ট ব়্যাংকিংয়ে চারে স্থান করে নিয়েছেন বুমরা (Jasprit Bumrah is among top five bowlers at latest ICC test rankings) ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে দ্বিতীয় তথা গোলাপি বল টেস্টে প্রথম ইনিংসে পাঁচ উইকেট-সহ আট উইকেট দখলে নেন গুজরাত পেসার ৷ তার ফলশ্রুতি হিসেবে ব়্যাংকিংয়ে ছ'ধাপ উন্নতি করলেন রোহিত শর্মার ডেপুটি ৷ শাহিন আফ্রিদি, কাইল জেমিসন, টিম সাউদি, জেমস অ্যান্ডারসন, নিল ওয়্যাগনারদের পিছনে ফেললেন 'বুম বুম' বুমরা ৷