পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC Test Rankings : টেস্ট ব়্যাংকিংয়ে ফের পতন কোহলির, প্রথম পাঁচে উঠে এলেন বুমরা - টেস্ট ব়্যাংকিংয়ে ফের পতন কোহলির, প্রথম পাঁচে উঠে এলেন বুমরা

বুধবার আইসিসি প্রকাশিত বোলারদের টেস্ট ব়্যাংকিংয়ে চারে স্থান করে নিয়েছেন বুমরা (Jasprit Bumrah is among top five bowlers at latest ICC test rankings) ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে দ্বিতীয় তথা গোলাপি বল টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট-সহ আট উইকেট দখলে নেন গুজরাত পেসার ৷

Virat Kohli slips in ICC Test Ranking
টেস্ট ব়্যাংকিংয়ে ফের পতন কোহলির, প্রথম পাঁচে উঠে এলেন বুমরা

By

Published : Mar 16, 2022, 6:19 PM IST

দুবাই, 16 মার্চ : দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে সদ্য-সমাপ্ত সিরিজে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার ডেপুটি অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ দল হারলেও ব্যাট হাতে দ্বিতীয় টেস্টে শতরানের ফল পেলেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নেও ৷ তবে ব্যাটারদের ক্রমতালিকায় ফের পতন হল প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli slips to 9th spot among batters in ICC test rankings) ৷

বুধবার আইসিসি প্রকাশিত বোলারদের টেস্ট ব়্যাংকিংয়ে চারে স্থান করে নিয়েছেন বুমরা (Jasprit Bumrah is among top five bowlers at latest ICC test rankings) ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে দ্বিতীয় তথা গোলাপি বল টেস্টে প্রথম ইনিংসে পাঁচ উইকেট-সহ আট উইকেট দখলে নেন গুজরাত পেসার ৷ তার ফলশ্রুতি হিসেবে ব়্যাংকিংয়ে ছ'ধাপ উন্নতি করলেন রোহিত শর্মার ডেপুটি ৷ শাহিন আফ্রিদি, কাইল জেমিসন, টিম সাউদি, জেমস অ্যান্ডারসন, নিল ওয়্যাগনারদের পিছনে ফেললেন 'বুম বুম' বুমরা ৷

ব্যাট হাতে সদ্য-সমাপ্ত সিরিজে নিষ্প্রভ থাকা বিরাট কোহলির চার ধাপ পতন হল নয়া ক্রমতালিকায় ৷ আপাতত টেস্ট ব়্যাংকিংয়ে নবমস্থানে প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তবে টি-20 সিরিজের পর টেস্ট সিরিজেও স্বপ্নের ফর্মে থাকা আরেক ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ারের ব্যাপক উত্থান হল ব়্যাংকিংয়ে ৷ চল্লিশ ধাপ এগিয়ে ব্যাটারদের ক্রমতালিকায় 37তম স্থানে নাইট অধিনায়ক ৷

আরও পড়ুন : অভিষেক সিরিজে বিপক্ষকে চুনকাম করে শ্রেয়সের প্রশংসায় 'ক্যাপ্টেন' রোহিত

বেঙ্গালুরুতে গোলাপি বল টেস্টে শতরানকারী শ্রীলঙ্কা অধিনায়ক করুণারত্নে তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচে ৷ মোহালি টেস্টের পর অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করা রবীন্দ্র জাদেজা স্থানচ্যুত হয়েছেন নয়া ব়্যাংকিংয়ে ৷ ফের শীর্ষে উঠে এসেছেন জেসন হোল্ডার ৷ যথাক্রমে দুই এবং তিনে রয়েছেন জাদেজা এবং অশ্বিন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details