বেঙ্গালুরু, 25 অগস্ট:এশিয়া কাপের আগেইয়ো ইয়ো টেস্ট হয়েছে ক্রিকেটারদের ৷ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হওয়া সেই পরীক্ষাতেই পাশ করেছেন বিরাট কোহলি ৷ তারপরেই সোশাল মিডিয়ায় সেই খবর জানিয়ে দেন ভারতীয় তারকা ৷ শুধু ফিটনেস টেস্টে পাশ করেছেনই নয়, কত পয়েন্ট পেয়েছেন তাও লিখেছিলেন বিরাট । এই পোস্ট নজরে আসতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়লেন কোহলি ৷ আগেই বিসিসিআই ক্রিকেটারদের এই জাতীয় তথ্য ফাঁস করতে নিষেধ করে দিয়েছিল । তা লঙ্ঘন করাতেই 'ধমক' খেলেন বিরাট ৷
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এশিয়া কাপ 2023-এর প্রস্তুতির অংশ হিসাবে নির্বাচিত ক্রিকেটারদের জন্য ইয়ো ইয়ো টেস্টের আয়োজন করেছে ৷ এতে বলা হয়েছিল, এটি বাধ্যতামূলক না-হলেও প্রত্যেকেরই উপস্থিত হওয়া উচিত ৷ বিরাট কোহলি-সহ অনেকেই সেই টেস্ট দিয়ে ফেলেছেন । তারপরেই কোহলি তাঁর টেস্ট স্কোর সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেন ।
সোশাল মিডিয়ায় ওই পোস্টে কোহলি লেখেন, ইয়ো ইয়ো টেস্টে 17.2 স্কোর পেয়েছেন । বিসিসিআই-এর সাম্প্রতিক নিয়ম বলছে, ন্যূনতম 16.5 স্কোর করতে হবে খেলোয়াড়দের । কোহলি সেই লক্ষ্যমাত্রা পেরিয়ে গেলেও, কিছু ক্রিকেটার তা পারেননি বলেই সূত্রের খবর । বিসিসিআই-এর অনুমান, এটি অভ্যন্তরীণ বিষয় ৷ এই নিয়ে কোনও পোস্ট সামাজিক মাধ্যমে নতুন আলোচনার সৃষ্টি করবে ।
আরও পড়ুন: তিলক ওডিআই খেলার যোগ্য, চহাল বড় ছাঁটাই; ভারতীয় দল নিয়ে মত হেডেনের