পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs Pakistan in Asia Cup: মাঠের দ্বৈরথের আগে বিরাট-বাবরদের সৌহার্দ্যের উষ্ণতা পাল্লেকেলেতে - India vs Pakistan

Cricketers Bonhomie Ease the Edge in India vs Pakistan: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে অন্য ছবি দেখা গেল কলম্বোর পাল্লেকেলে স্টেডিয়ামে ৷ দুই দেশের ক্রিকেটারদের মধ্যে থাকা সৌহার্দ্য আরও একবার দেখল ক্রিকেট বিশ্ব।

Image Courtesy: ICC Twitter
Image Courtesy: ICC Twitter

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 1:20 PM IST

Updated : Sep 2, 2023, 2:55 PM IST

পাল্লেকেলে, 2 সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তাপ দুই দেশের সমর্থকদের মধ্যে যতই থাকুক, ক্রিকেটারদের মধ্যে তার লেশমাত্র দেখা গেল না ম্যাচের একদিন আগেও ৷ বরং বিরাট কোহলি, হারিস রউফ, শাদাব খান, মহম্মদ সিরাজদের দেখা গেল হাসিঠাট্টার মেজাজে ৷ অনুশীলনে হারিস রউফের সঙ্গে আলিঙ্গন করতে দেখা গেল বিরাটকে ৷ শাদাবের ব্যাট নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেন তিনি ৷ এরপর দু’জনকে হাসিঠাট্টা করতেও দেখা গিয়েছে ৷ সব মিলিয়ে মাঠের লড়াইয়ের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দেখা গেল বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যের পরিবেশ ৷

পাকিস্তান ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে রোহিত শর্মা ৷ (ছবি সৌ: আইসিসি টুইটার)

শনিবার এশিয়া কাপের মহা দ্বৈরথে মুখোমুখি ভারত এবং পাকিস্তান ৷ দুই এশিয়ান জায়ান্টসের ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ যে লড়াই সোশাল মিডিয়ায় যুদ্ধের মঞ্চ তৈরি করেছে ৷ তবে, যাঁদের ম্যাচ নিয়ে এই মৌখিক যুদ্ধ সেই ভারত এবং পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে এক অন্য ছবি দেখা গেল ৷ যেখানে ভারতের তরুণ পেসার মহম্মদ সিরাজকে পাক পেস বোলারদের সঙ্গে ছোটখাটো বৈঠক করতে দেখা গেল ৷ সেখানে পাকিস্তানের হ্যারিস রউফ থেকে শুরু করে শাহিন-শা-আফ্রিদি সকলে উপস্থিত ছিলেন ৷ পাল্লেকেলের পিচের পাশে দাঁড়িয়ে সেই আলোচনার বিষয় অবশ্য জানা যায়নি ৷

পাকিস্তানের অনুশীলনে অধিনায়ক বাবর আজম ৷ (ছবি সৌ: আইসিসি টুইটার)

অন্যদিকে, মাঠে নেমে বিরাট কোহলিকে সবার আগে হ্যারিস রউফের দিকে এগিয়ে যেতে দেখা গেল ৷ রউফকে আলিঙ্গন করে সৌজন্য বিনিময় করেন বিরাট ৷ এর পর পাকিস্তান ডাগ-আউটের দিকে গিয়ে সহ-অধিনায়ক শাদাব খান এবং পেসার শাহিন আফ্রিদির সঙ্গে খোশ মেজাজে দেখা গেল বিরাটকে ৷ বিশেষত, বিরাট এবং শাদাবের হাসিঠাট্টা ছিল শুক্রবার সন্ধ্যার পাল্লেকেরে ইউএসপি ৷ শাদাবের ব্যাট নিয়েও নাড়াচাড়া করলেন বিরাট ৷

অনুশীলনে খোশ মেজাজে বিরাট কোহলি এবং শাদাব খান ৷ (ছবি সৌ: আইসিসি টুইটার)

এই ছবিটা আজকের নয় ৷ 80 ও 90’র দশক এমনকী এই শতকের প্রথম দশকে ভারত এবং পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব বরাবরই আলোচনার বিষয় ছিল ৷ তবে, অবশ্যই তা বাইরের দুনিয়া জানতে পারত না ৷ সেই সময় ইমরান খান এবং ওয়াসিম আক্রমরা ভারতের কোনও ক্রিকেটারের বিশেষ আমন্ত্রণে দিল্লি বা মুম্বই আসতেন ৷ এমনকী দুবাইয়ের অভিজাত হোটেলে এক টেবিলে বসে নিজেদের মধ্যে মুহূর্ত শেয়ার করতেন ৷ অবশ্যই সেটা আজকের মতো সবার নজরে আসত না ৷

আরও পড়ুন:বাইশ গজে ভারত-পাক যুদ্ধ ! রোহিতদের 'বদলার ম্যাচ' ধুয়ে যেতে পারে বৃষ্টিতে

আর বর্তমানে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সাংবাদিক বৈঠকে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন থাকেই ৷ ম্যাচের আগের দিনও তাঁকে মর্ডান-ডে গ্রেটকে নিয়ে প্রশ্ন করা হয় ৷ বাবর বলেন, "2019 সালে আমার যখন ওঁর সঙ্গে প্রথমবার দেখা হয়, তখন ফর্মের চূড়ায় ছিল ৷ আজও ফর্মের চূড়োতে রয়েছে ৷ আমি ওঁর খেলা থেকে অনেক কিছু শিখতে চাই ৷ আর আমার ব্যাটিংয়ে অনেক সাহায্য করেছে বিরাট ৷ যখনই কোনও প্রশ্ন করেছি, তার জবাব বিস্তারিতভাবে দিয়েছে ৷"

বাবর এবং কোহলি দু’জনের একে অপরকে সবসময় সম্মান জানিয়ে এসেছেন ৷ আর সেটা গতকালের সাংবাদিক বৈঠকের বাবরের কথায় আবারও প্রমাণিত হয়েছে ৷ তবে, এই ভালোবাসা এবং সম্মান আজকের নয়, বহু দশক ধরে চলে আসছে ৷ এমনকী প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদির বিরুদ্ধে লাহোর হাইকোর্টে মামলাও হয়েছিল ৷ কারণ, তিনি বলেছিলেন, "আমি ভারতে অনেক বেশি ভালোবাসা পেয়েছি ৷" আর একথা অস্বীকার করার নয় যে একবিংশ শতকের শুরুতে শাহিদ আফ্রিদির ব্যাটিং এবং তাঁর ব্যক্তিত্ব ভারতীয় সমর্থকদের মধ্যেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Sep 2, 2023, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details