পাল্লেকেলে, 2 সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তাপ দুই দেশের সমর্থকদের মধ্যে যতই থাকুক, ক্রিকেটারদের মধ্যে তার লেশমাত্র দেখা গেল না ম্যাচের একদিন আগেও ৷ বরং বিরাট কোহলি, হারিস রউফ, শাদাব খান, মহম্মদ সিরাজদের দেখা গেল হাসিঠাট্টার মেজাজে ৷ অনুশীলনে হারিস রউফের সঙ্গে আলিঙ্গন করতে দেখা গেল বিরাটকে ৷ শাদাবের ব্যাট নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেন তিনি ৷ এরপর দু’জনকে হাসিঠাট্টা করতেও দেখা গিয়েছে ৷ সব মিলিয়ে মাঠের লড়াইয়ের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দেখা গেল বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যের পরিবেশ ৷
শনিবার এশিয়া কাপের মহা দ্বৈরথে মুখোমুখি ভারত এবং পাকিস্তান ৷ দুই এশিয়ান জায়ান্টসের ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ যে লড়াই সোশাল মিডিয়ায় যুদ্ধের মঞ্চ তৈরি করেছে ৷ তবে, যাঁদের ম্যাচ নিয়ে এই মৌখিক যুদ্ধ সেই ভারত এবং পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে এক অন্য ছবি দেখা গেল ৷ যেখানে ভারতের তরুণ পেসার মহম্মদ সিরাজকে পাক পেস বোলারদের সঙ্গে ছোটখাটো বৈঠক করতে দেখা গেল ৷ সেখানে পাকিস্তানের হ্যারিস রউফ থেকে শুরু করে শাহিন-শা-আফ্রিদি সকলে উপস্থিত ছিলেন ৷ পাল্লেকেলের পিচের পাশে দাঁড়িয়ে সেই আলোচনার বিষয় অবশ্য জানা যায়নি ৷
অন্যদিকে, মাঠে নেমে বিরাট কোহলিকে সবার আগে হ্যারিস রউফের দিকে এগিয়ে যেতে দেখা গেল ৷ রউফকে আলিঙ্গন করে সৌজন্য বিনিময় করেন বিরাট ৷ এর পর পাকিস্তান ডাগ-আউটের দিকে গিয়ে সহ-অধিনায়ক শাদাব খান এবং পেসার শাহিন আফ্রিদির সঙ্গে খোশ মেজাজে দেখা গেল বিরাটকে ৷ বিশেষত, বিরাট এবং শাদাবের হাসিঠাট্টা ছিল শুক্রবার সন্ধ্যার পাল্লেকেরে ইউএসপি ৷ শাদাবের ব্যাট নিয়েও নাড়াচাড়া করলেন বিরাট ৷
এই ছবিটা আজকের নয় ৷ 80 ও 90’র দশক এমনকী এই শতকের প্রথম দশকে ভারত এবং পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব বরাবরই আলোচনার বিষয় ছিল ৷ তবে, অবশ্যই তা বাইরের দুনিয়া জানতে পারত না ৷ সেই সময় ইমরান খান এবং ওয়াসিম আক্রমরা ভারতের কোনও ক্রিকেটারের বিশেষ আমন্ত্রণে দিল্লি বা মুম্বই আসতেন ৷ এমনকী দুবাইয়ের অভিজাত হোটেলে এক টেবিলে বসে নিজেদের মধ্যে মুহূর্ত শেয়ার করতেন ৷ অবশ্যই সেটা আজকের মতো সবার নজরে আসত না ৷