জোহানেসবার্গ, 21 ডিসেম্বর :দু'বছর হয়ে গেল ব্যাটে তাঁর শতরানের খরা ৷ একেকটা করে ম্যাচ যাচ্ছে, আর দীর্ঘায়িত হচ্ছে বিরাট কোহলির 71তম আন্তর্জাতিক শতরানের অপেক্ষা ৷ দক্ষিণ আফ্রিকা সফরে কি অবসান হবে সেই প্রতীক্ষার ? তার উত্তর সময়ই দেবে ৷ তবে প্রোটিয়াদের দেশে আসন্ন টেস্ট সিরিজে দলের হেডস্যার রাহুল দ্রাবিড়ের একাধিক নজির ভাঙারও হাতছানি কোহলির সামনে (Virat Kohli set to break coach Rahul Dravid record in upcoming test series) ৷
আসন্ন টেস্ট সিরিজে আর 67 রান করলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে সংগৃহীত রানের নিরিখে দ্রাবিড়কে টপকে যাবেন কোহলি (Kohli needs 67 runs to break Dravid's record) ৷ ম্যান্ডেলার দেশে 22 ইনিংসে রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে 624 রান ৷ সেখানে দক্ষিণ আফ্রিকার মাটিতে 10টি টেস্ট ইনিংসে কোহলির ঝুলিতে আপাতত 558 রান ৷