দুবাই, 26 অগস্ট: রান-খরায় ভুগতে থাকা দেশের প্রাক্তন অধিনায়ক শেষ কবে সামাজিক মাধ্যমে এমন আবেগঘন হয়েছেন, মনে করতে পারছেন না অনুরাগীরা ৷ সাময়িক বিরতি কাটিয়ে এশিয়া কাপ (Asia Cup 2022) চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছেন ৷ আর এশিয়া কাপে ব্যর্থতা মানে আসন্ন টি-20 বিশ্বকাপের দলে বিরাট কোহলির জায়গা পাওয়ার বিষয়টি চরম অনিশ্চয়তার সম্মুখীন হবে ৷ কেরিয়ারের এই চ্যালেঞ্জিং সময়ে কোথাও গিয়ে কি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব বা তাঁর অধীনে দলের ডেপুটির দায়িত্ব সামলানোকে মিস করছেন বিরাট ৷ বৃহস্পতিবার রাতের দিকে বিরাটের একটি টুইট তেমন বার্তাই দিল (Virat Kohli pens heartfelt tribute to MS Dhoni) ৷
ধোনির ছত্রছায়ায় যতদিন দলের ডেপুটির দায়িত্ব সামলেছেন, সেই অধ্যায়টা কেরিয়ারের অন্যতম সুখকর অধ্য়ায় হয়ে থাকবে ৷ জানালেন 'মেন ইন ব্লু'-র প্রাক্তন অধিনায়ক ৷ 2016 ভারতে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন কোহলি ৷ সেই ম্যাচ জয়ের পর ব্যাট উঁচিয়ে সেলিব্রেশনের একটি ছবি এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করেন 70টি শতরানের মালিক ৷ যে ছবির ব্যাকগ্রাউন্ডে জ্বলজ্বল করছেন মহেন্দ্র সিং ধোনি ৷