মুম্বই, 19 নভেম্বর : ট্রফি এনে দিতে পারেননি ঠিকই ৷ কিন্তু দীর্ঘ 11 বছর ধরে রয়্য়াল চ্য়ালেঞ্জার্সের জার্সি গায়ে বিরাট-এবি ডি'র ব্য়াটিং উপভোগ আইপিএল প্রেমীদের কাছে ছিল অন্য়তম সেরা পাওনা ৷ শুক্রবার ছেদ পড়ল তাতে ৷ ব্য়াট হাতে রানের ফুলঝুরি ছোটানো প্রোটিয়া বন্ধুর সঙ্গে বিরাট কোহলির আর নিত্য়নতুন রেকর্ড গড়া হবে না ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে ৷ কারণ শুক্রের সকালে বাইশ গজকে 'আলবিদা' জানালেন বন্ধু এবি ডি'ভিলিয়ার্স ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন ৷ এদিন বিদায় জানালেন ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটকেও ৷ প্রোটিয়া বন্ধুর অবসরে স্বভাবতই হৃদয় ভাঙল ভারত অধিনায়কের ৷
মিস্টার 360 সোশ্য়াল মিডিয়ায় তাঁর অবসরের সিদ্ধান্ত জানানোর কিছুক্ষণের মধ্য়েই বিরাট এবি ডি'কে জানালেন, তোমার সিদ্ধান্তে আমার হৃদয় ভেঙে গিয়েছে ৷ এবি ডি'ভিলিয়ার্স বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত ঘোষণার পর এদিন দু-দু'টো টুইট করেন বিরাট ৷ প্রথম টুইটে ভগ্নহৃদয়ে বিরাটবার্তায় কোহলি লেখেন, "তোমার সিদ্ধান্তে আমার হৃদয় খান-খান হয়ে গিয়েছে ৷ তবু বলব পরিবার এবং নিজের কথা ভেবে সেরা সিদ্ধান্তই গ্রহণ করেছ ৷ যেমনটা সবসময় তুমি নিয়ে থাকো ৷ ভালবাসি তোমায় ৷"
দ্বিতীয় টুইটে ভারতের প্রাক্তন টি-20 অধিনায়ক লেখেন, "আমাদের প্রজন্মের সেরা ক্রিকেটার একইসঙ্গে আমার দেখা সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ব্যক্তি ৷ তুমি আরসিবি'কে যা দিয়েছ আর নিজে যেসব কৃতিত্ব অর্জন করেছ সেজন্য় গর্বিত হতে পার ৷ আমাদের বন্ধুত্ব সবসময় খেলার ঊর্ধ্বে ছিল এবং আজীবন তাইই থাকবে ৷" প্রত্যুত্তরে আব্রাহাম বেঞ্জামিন ডি'ভিলিয়ার্স কোহলিকে লেখেন, "আমিও তোমায় ভালবাসি বন্ধু ৷"