পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টি-20'তে দ্রুততম 12 হাজারি ক্লাবের সদস্য হওয়া থেকে মাত্র 6 রান দূরে বিরাট - বিরাট কোহলি

Virat Kohli: আজ আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ৷ আর সেখানে আরও একটি রেকর্ড অপেক্ষা করছে বিরাট কোহলির জন্য ৷ মাত্র 6 রান করলেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সেই রেকর্ড গড়বেন বিরাট ৷

ETV BHARAT File Image
ETV BHARAT File Image

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 4:44 PM IST

বেঙ্গালুরু, 17 জানুয়ারি: আর মাত্র 6 রান ৷ বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে এই 6 রান করলেই এক নতুন মাইলফলক ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি ৷ টি-20 ফরম্যাটে দ্রুততম 12 হাজার রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন তিনি ৷ এই মুহূর্তে আইপিএল, ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক টি-20 মিলিয়ে কোহলির মোট 11 হাজার 994 রান করেছেন ৷ উল্লেখ্য, 2022 সালের নভেম্বরের পর আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন তিনি ৷

বিরাট আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে মোট 116 ম্যাচ খেলেছেন ৷ যেখানে 108 ইনিংসে 4 হাজার 37 রান করেছেন ৷ আইপিএলে বিরাট এখনও পর্যন্ত 237টি ম্যাচ খেলেছেন ৷ যেখানে 229 ইনিংসে 7 হাজার 263 রান করেছেন ৷ আর প্রথম শ্রেণির টি-20 ম্যাচ মিলিয়ে 375 ম্যাচ খেলে বিরাটের 11 হাজার 994 রান রয়েছে ৷ আর আজকের ম্যাচে এই রেকর্ড গড়তে পারলে, বিশ্ব ক্রিকেটে তা দ্রুততম হবে ৷ এর আগে টি-20 ফরম্যাটে 12 হাজার রান করেছেন মোট 4 জন ক্রিকেটার ৷

সেই তালিকায় সবার আগে আছেন ক্রিস গেইল ৷ তিনি 463 ম্যাচ খেলে 14 হাজার 562 করেছেন ৷ দ্বিতীয়স্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক ৷ তাঁর নামে 525 ম্যাচে 12 হাজার 993 রান রয়েছে ৷ আর তৃতীয়স্থানে রয়েছেন আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার কায়রন পোলার্ড ৷ তিনি 639 ম্যাত খেলে 12 হাজার 430 রান করেছেন এখনও পর্যন্ত ৷ উল্লেখ্য, পোলার্ড আন্তর্জাতিক টি-20 ও আইপিএল থেকে অবসর নিলেও, দক্ষিণ আফ্রিকা টি-20, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সহ বেশ কয়েকটি লিগে এখনও খেলছেন ৷

উল্লেখ্য, জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের আগে, আফগানিস্তানের বিরুদ্ধেই ভারতের শেষ টি-20 আন্তর্জাতিক সিরিজ খেলছে ৷ এরপর টি-20 ম্যাচ বলতে আইপিএলে ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ৷ সেখানে ক্রিকেটারদের ফর্ম এবং পারফরম্যান্স টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ৷ অন্যদিকে, চলতি আফগানিস্তান সিরিজ ও আইপিএলের মাঝে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ যে সিরিজ শুরু হবে আগামী 25 জানুয়ারি থেকে ৷

আরও পড়ুন:

  1. 16 ছক্কার অ্যালেন শো, টি-20 ক্রিকেটে 'আফগানি রেকর্ড' ছুঁলেন কিউয়ি ব্যাটার
  2. ফের নেটে ব্যাট হাতে সচিন, কীসের ইঙ্গিত দিলেন লিটল মাস্টার
  3. চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত

ABOUT THE AUTHOR

...view details