বেঙ্গালুরু, 17 জানুয়ারি: আর মাত্র 6 রান ৷ বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে এই 6 রান করলেই এক নতুন মাইলফলক ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি ৷ টি-20 ফরম্যাটে দ্রুততম 12 হাজার রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন তিনি ৷ এই মুহূর্তে আইপিএল, ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক টি-20 মিলিয়ে কোহলির মোট 11 হাজার 994 রান করেছেন ৷ উল্লেখ্য, 2022 সালের নভেম্বরের পর আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন তিনি ৷
বিরাট আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে মোট 116 ম্যাচ খেলেছেন ৷ যেখানে 108 ইনিংসে 4 হাজার 37 রান করেছেন ৷ আইপিএলে বিরাট এখনও পর্যন্ত 237টি ম্যাচ খেলেছেন ৷ যেখানে 229 ইনিংসে 7 হাজার 263 রান করেছেন ৷ আর প্রথম শ্রেণির টি-20 ম্যাচ মিলিয়ে 375 ম্যাচ খেলে বিরাটের 11 হাজার 994 রান রয়েছে ৷ আর আজকের ম্যাচে এই রেকর্ড গড়তে পারলে, বিশ্ব ক্রিকেটে তা দ্রুততম হবে ৷ এর আগে টি-20 ফরম্যাটে 12 হাজার রান করেছেন মোট 4 জন ক্রিকেটার ৷
সেই তালিকায় সবার আগে আছেন ক্রিস গেইল ৷ তিনি 463 ম্যাচ খেলে 14 হাজার 562 করেছেন ৷ দ্বিতীয়স্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক ৷ তাঁর নামে 525 ম্যাচে 12 হাজার 993 রান রয়েছে ৷ আর তৃতীয়স্থানে রয়েছেন আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার কায়রন পোলার্ড ৷ তিনি 639 ম্যাত খেলে 12 হাজার 430 রান করেছেন এখনও পর্যন্ত ৷ উল্লেখ্য, পোলার্ড আন্তর্জাতিক টি-20 ও আইপিএল থেকে অবসর নিলেও, দক্ষিণ আফ্রিকা টি-20, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সহ বেশ কয়েকটি লিগে এখনও খেলছেন ৷
উল্লেখ্য, জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের আগে, আফগানিস্তানের বিরুদ্ধেই ভারতের শেষ টি-20 আন্তর্জাতিক সিরিজ খেলছে ৷ এরপর টি-20 ম্যাচ বলতে আইপিএলে ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ৷ সেখানে ক্রিকেটারদের ফর্ম এবং পারফরম্যান্স টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ৷ অন্যদিকে, চলতি আফগানিস্তান সিরিজ ও আইপিএলের মাঝে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ যে সিরিজ শুরু হবে আগামী 25 জানুয়ারি থেকে ৷
আরও পড়ুন:
- 16 ছক্কার অ্যালেন শো, টি-20 ক্রিকেটে 'আফগানি রেকর্ড' ছুঁলেন কিউয়ি ব্যাটার
- ফের নেটে ব্যাট হাতে সচিন, কীসের ইঙ্গিত দিলেন লিটল মাস্টার
- চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত