দুবাই, 22 নভেম্বর: ভারত বিশ্বকাপ না-জিততে পারলেও বিরাট কোহলি টুর্নামেন্টে জীবনের সেরা ফর্মে ছিলেন ৷ বিশ্বকাপের সর্বোচ্চ রান তাঁর ঝুলিতে তো বটেই, পাশাপাশি তিনি ভেঙেছেন একাধিক রেকর্ড ৷ বুধবার প্রকাশিত আইসিসি ওডিআই ব়্যাংকিংয়েও দেখা গেল তার প্রভাব ৷ বিশ্বের সেরা 10 ওয়ান ডে ব্যাটারের তালিকায় বিরাট উঠে এলেন তিন নম্বরে ৷ শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক ভারতীয় শুভমান গিল ৷ গিলের ঝুলিতে রয়েছে 826 পয়েন্ট ৷ শুরু থেকে খেলতে না-পারলেও পঞ্জাব ব্যাটারেরও বিশ্বকাপও মন্দ যায়নি ৷ তবে আইসিসির তালিকায় সেরা তিনিই ৷
অন্য়দিকে দ্বিতীয় স্থানে ধরে রেখেছেন প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম ৷ বাবরের বিশ্বকাপ যদিও খুব ভালো যায়নি ৷ পাক ব্যাটারের ঝুলিতে রয়েছে 824 পয়েন্ট ৷ তৃতীয় স্থানে থাকা কোহলি 33 পয়েন্টে পিছিয়ে রয়েছেন তাঁর থেকে ৷ বিশ্বকাপের 11 ইনিংসে 765 রান পেয়েছিলেন তিনি ৷ নিজের 50তম ওয়ান ডে সেঞ্চুরিও এই বিশ্বকাপেই পূর্ণ করেছিলেন বিরাট ৷ সবমিলিয়ে তাঁর জন্য এই বিশ্বকাপ ছিল স্বপ্নের বিশ্বকাপ ৷
অন্যদিকে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা ৷ তাঁর সংগ্রহ 769 রান ৷ এবারের বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারত অধিনায়ক ৷ ভারত অধিনায়কের ব্যাট থেকে এসেছে 597 রান ৷ বোঝাই যায় বিশ্বকাপজুড়ে দুরন্ত ফর্মে বিচরণ করেছেন তিনি ৷ যদিও শেষ বাধা পার করতে পারেনি ভারত ৷ আর তাই ভারতের দশ ম্যাচ জয়, মহম্মদ শামির স্বপ্নের স্পেল, রোহিত-বিরাটের দুরন্ত ফর্ম সবকিছুই জায়গা করে নেবে ফুটনোটে ৷