সাউদাম্পটন, 15 জুন : মঞ্চ তৈরি ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলার জন্য তৈরি ভারত-নিউজ়িল্যান্ড ৷ বর্তমান বিশ্বের একনম্বর দল নিউজ়িল্যান্ড ৷ সম্প্রতি ভারতকে সরিয়ে একনম্বর স্থান দখল করেছে তারা ৷ তবে তা নিয়ে চিন্তিত নয় বিরাট কোহলির (Virat Kohli) মেন ইন হোয়াইটস ৷ অন্যদিকে অধিনায়ক কোহলিও দাঁড়িয়ে এক বিশাল মাইল ফলকের সামনে ৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট যদি শতরান করতে পারেন, তাহলে একটি অনন্য রেকর্ড গড়বেন তিনি ৷ অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরানে রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ বিরাটের সামনে ৷ বর্তমানে বিরাট ও রিকি পন্টিং, দু’জনেরই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক শতরানের সংখ্যা 41 ৷
ক্রিকেট সম্বন্ধীয় কোনও কিছু লেখার সময় কোহলির আগে ‘বিগ ম্যাচ প্লেয়ার’ বিশ্লেষণ ব্যবহার করা হয় ৷ প্রকৃত অর্থেই তিনি বড় ম্যাচের খেলোয়াড় ৷ তবে দীর্ঘদিন তাঁর ব্যাটে শতরান দেখা যায়নি ৷ শেষ বার টেস্টে তিনি শতরান করেছিলেন 2019 সালে ভারত বনাম বাংলাদেশ দিন রাতের টেস্টে ৷ তাই জ্বলে ওঠার জন্য এর থেকে ভাল মঞ্চ কোহলির কাছে আর কী হতে পারে?