পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Kohli : কোহলির মুখের ভাষা খুব খারাপ ! ইংরেজ ক্রিকেটারের তোপের মুখে বিরাট - kohli is the most foul mouthed cricketer

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নিক কম্পটন টুইটারে লেখেন, বিশ্বের সবচেয়ে বেশি মুখ খারাপ করা ক্রিকেটার হলেন বিরাট কোহলি ৷ যদিও পরে এই বিতর্কিত টুইটটি মুছে দেন তিনি ৷

Virat Kohli
Virat Kohli

By

Published : Aug 19, 2021, 7:56 PM IST

লন্ডন, 19 অগস্ট : ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা মোটেও ভাল নয় ৷ সেই 2012 সালে 22 গজে কোহলির স্লেজিংয়ের মুখে পড়েছিলেন নিক কম্পটন ৷ সম্প্রতি শেষ হওয়া ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্ট তাঁর সেই অভিজ্ঞতাকে তাজা করেছে ৷ তাই থাকতে না পেরে টুইটারে মনে কথা লিখেই ফেললেন নিক ৷ লিখলেন, কোহলি নাকি বিশ্বের সবচেয়ে বেশি মুখ খারাপ করা ক্রিকেটার !

22 গজে বিরাট আগ্রাসন নতুন নয় ৷ বিরাটকে স্লেজিং করা মানেই বিপদ ৷ হয় ব্যাট হাতে নয়তো মুখেই বিপক্ষের ক্রিকেটারদের পাল্টা জবাব দিতে ছাড়েন না ৷ কিন্তু মাঠের ভেতর কোহলি যতটা আগ্রাসী মাঠের বাইরে ততটাই শান্ত ৷ বিরাট কোহলিকে যাঁরা চেনেন তাঁরা সবাই একথা বলেন ৷ আর এখানেই ভুল করে ফেলেছেন নিক কম্পটন ৷ ক্রিকেটার ও মানুষ কোহলির মধ্যে তফাৎ করতে পারেননি ৷ তাই টুইটারে কোহলি সম্পর্কে বেশ কিছু কথা লিখে ফেললেন ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : অপেক্ষা করেও দেখা পাননি মুখ্যমন্ত্রীর, পদকের ছটায় অবহেলা মুছতে চান সাকিনা

তিনি লিখেছেন, "কোহলির মুখের ভাষা সবচেয়ে খারাপ ৷ 2012 সালে কোহলি যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল তা কোনওদিন ভুলব না ৷ আমার মনে হয়েছিল এসব কাণ্ড করে ও নিজেই নিজেকে ছোট করছে ৷ মনে হচ্ছিল জো রুট, সচিন তেন্ডুলকর, কেন উইলিয়ামসনরা কতটা ভদ্র ৷" বছর দশেক আগের ঘটনা টেনে কোহলিকে আক্রমণ করায় তাঁর অনুরাগীরা ভীষণ ক্ষুব্ধ ৷ প্রাক্তন ইংরেজ ক্রিকেটারকে ধুয়ে দিতে ছাড়েননি তাঁরা ৷ 2012 সালের স্লেজিং নিয়ে নাকি কান্না কাঁদতে থাকা কম্পটনকে নিয়ে নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে ৷ পরে অবশ্য টুইটটি মুছে দেন নিক কম্পটন ৷

লর্ডসে টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসা বুমরার সঙ্গে কথা কাটাকাটি হয় জিমি অ্যান্ডারসনের ৷ এরপর জস বাটলারের সঙ্গেও কথা কাটাকাটি হয় বুমরার ৷ মাঠে বিরাট কোহলির বন্য সেলিব্রেশন ভাল লাগেনি ইংরেজদের ৷ তার উপর ক্রিকেটের মক্কায় হারের জ্বালা ৷ সব মিলিয়ে 12 বছর আগের প্রসঙ্গ টেনে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করেন নিক কম্পটন ৷

ABOUT THE AUTHOR

...view details