মুম্বই, 20 এপ্রিল : গত বছরই জানিয়েছিলেন, অধিনায়কত্বর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন ৷ সেইমতোই আরসিবির দায়িত্ব ছেড়েছেন ৷ তারপরেই দেশের হয়ে ওয়ান-ডে'র দায়িত্ব থেকে সরানো হয় বিরাটকে ৷ ছেড়েছেন টেস্ট, টি-20 এর দায়িত্বও ৷ ফলে সমর্থকরা আশা করেছিলেন, চাপ কাটায় ফের স্বমহিমায় ফিরবেন বিরাট ৷ কিন্তু, চলতি আইপিএলে এখনও নিজের তৈরি করা চূড়ায় পৌঁছতে পারেননি কোহলি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে 7 ম্যাচের মাত্র দু'টি ইনিংসে 40 পেরিয়েছে বিরাটের রান ৷ দেশের অন্যতম সেরা ব্যাটারের এই ব্যাড প্যাচের কারণ হিসেবে মানসিক ক্লান্তিকেই দুষলেন রবি শাস্ত্রী ৷ দেশের জার্সিতে আরও 6-7 বছর ক্রিকেট চালিয়ে যেতে হলে বিরাটের বিরতি নেওয়া প্রয়োজন, এমনটাই অভিমত কোহলির প্রাক্তন কোচের (Ravi Shastri on Virat Kohli) ৷
শাস্ত্রী বলেন, ‘‘বিরাট মানসিক ক্লান্তির শিকার । এই মুহূর্তে ভারতীয় দলের কারও যদি বিরতির প্রয়োজন হয়, তাহলে সেটা ওঁরই দরকার । সেটা যতদিনের জন্যই হোক ৷ ইংল্যান্ড সিরিজের পরে বা আগে, বিরাটের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়া দরকার ৷ কারণ ওঁর মধ্যে এখনও 6-7 বছর ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে ৷ সেটা নষ্ট করার কোনও মানে হয় না ৷''