পোর্ট অফ স্পেন, 21 জুলাই:ক্যারিবিয়ান মুলুকে ‘কিং’ সেই কোহলি ৷ ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে 2018 সালের ডিসেম্বরে শেষবার বিদেশের মাটিতে সেঞ্চুরি এসেছিল কোহলির ব্যাটে ৷ নজিরের ম্যাচে পাঁচ বছরের সেই গাঁটও পেরিয়ে গেলেন বিরাট ৷ 29 নম্বর টেস্ট সেঞ্চুরি এল কোহলির ব্যাটে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাটের শতরানের দৌলতে ভালো জায়গায় ভারত ৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের 500তম ম্যাচ খেলতে নেমেছেন বিরাট ৷ ঐতিহাসিক ম্যাচে আগেই ছুঁয়েছেন দুই নজির ৷ প্রথম ব্যাটার হিসেবে 500তম আন্তর্জাতিক ম্যাচে অর্ধ-শতরান করেছেন ৷ তারপর আন্তর্জাতিক ম্যাচে রান শিকারিদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন কোহলি ৷ টপকে গিয়েছেন জ্যাক কালিসকে ৷ তারপরেই শতরানের গন্ডিও পেরিয়ে গেলেন সচিনের উত্তরসূরি ৷ এখনও পর্যন্ত 197 বলে 118 রানে অপরাজিত রয়েছেন বিরাট । সাজানো ইনিংসে রয়েছে মোট 11টি বাউন্ডারি ।
আরও পড়ুন: ঐতিহাসিক টেস্টে অভিষেক বঙ্গ পেসারের, আগুন ঝরাতে তৈরি মুকেশ