সেঞ্চুরিয়ন, 25 ডিসেম্বর : সেঞ্চুরিয়নে রবিবার বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হচ্ছে ভারতীয় দলের 'মিশন দক্ষিণ আফ্রিকা' (South Africa vs India) ৷ নয়া কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে প্রোটিয়াদের তাদেরই দেশে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন এখন ভারতীয় দলের অন্দরে ৷ তার আগে টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ভীষণ তারিফ করলেন দ্রাবিড় ৷ বলেন, বিরাট এমন একজন ক্রিকেটার যিনি প্রতিটি ক্ষেত্রেই সফলতা পেয়েছেন ৷
টিম ইন্ডিয়ার নয়া হেড কোচের মতে, বিরাট হলেন সেইসব ক্রিকেটারদের মধ্যে একজন যিনি সবসময় নিজের পারফরম্যান্সের উন্নতির চেষ্টায় রত থাকেন ৷ সময়ের সঙ্গে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে বিরাটের জুড়ি নেই ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, "আমার সামনে বিরাট কোহলির অভিষেক হয়েছিল ৷ আমার সঙ্গে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ও ৷ আর সেই বিশেষ ম্যাচে বিরাটের সঙ্গে ব্যাট করেছিলাম আমি ৷ এই 10 বছরে বিরাট নিজেকে যেভাবে বিকশিত করেছে, এটা দেখে বাস্তবিক খুবই ভাল লাগছে ৷"