ডমিনিকা, 10 জুলাই: 2011 সালে জুন-জুলাইতে ভারতের ক্যারিবিয়ান সফরের তৃতীয় তথা শেষ টেস্টটি খেলা হয়েছিল ডমিনিকাতে ৷ সেটি ছিল ডমিনিকায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ৷ ঠিক 12 বছর পর সেই মাঠে আবারও টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত ৷ এই 12 বছরে ভারতীয় দলের নকশা বদলে গিয়েছে পুরোপুরি ৷ শুধু রয়ে গিয়েছেন, সেই টেস্টে ভারতের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামা বিরাট কোহলি ৷ যিনি বর্তমানে ব্যাটিং অর্ডারে নামেন চার নম্বরে ৷ রয়েছেন আরও একজন ৷ তিনি হলেন, রাহুল দ্রাবিড় ৷ বারো বছর আগে ডমিনিকা টেস্টে দলের তিন নম্বর ব্যাটার আজ ভারতীয় দলে কোচের হটসিটে ৷
এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের মহান দুই স্তম্ভ ৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই টেস্ট রাহুল দ্রাবিড়ের শেষ ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল ৷ আর সেই সিরিজে টেস্টে অভিষেক হয়েছিল বিরাটের ৷ সেদিনের দুই সতীর্থ ক্রিকেটার আজ গুরু-শিষ্য ৷ 12 বছর পর একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে বিরাট ডমিনিকার রোসেউ স্টেডিয়ামে খেলতে নামবেন ৷ আর রাহুল দ্রাবিড় সেখানেই 12 বছর পর বিরাট তথা ভারতের কোচের ভূমিকায় রণকৌশল ঠিক করবেন ৷