মোহালি, 4 মার্চ : 2019 নভেম্বরের পর থেকে ব্যাটে শতরানের খরা ৷ 71তম আন্তর্জাতিক সেঞ্চুরির ধাঁধায় আটকে থেকেও বিরাট মাইলস্টোন স্পর্শ করলেন কোহলি ৷ যা ভারতীয় ক্রিকেটে হাতগোনা কয়েকজন ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে ৷ দেশের দ্বাদশ ক্রিকেটার হিসেবে মোহালিতে এদিন শততম টেস্ট ম্যাট খেলতে নামলেন বিরাট কোহলি (Virat Kohli becomes the 12th Indian cricketer to play 100 test matches) ৷ পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দেশের প্রাক্তন অধিনায়কের সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী রইলেন স্ত্রী অনুষ্কা শর্মা ৷
বৃহস্পতিবার প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনেই আবেগে ভেসেছিলেন কোহলি ৷ এদিন কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ম্যাচের সংবর্ধনা নেওয়ার সময়েও আবেগ বাঁধ মানেনি 70টি আন্তর্জাতিক শতরানের মালিকের (Virat Kohli gets special 100th test match cap from his childhood hero Rahul Dravid) ৷ স্মারক হিসেবে দ্রাবিড়ের হাত থেকে বিশেষ ক্যাপ সংগ্রহ করে কোহলি বলেন, "বিসিসিআই-কে ধন্যবাদ ছেলেবেলার নায়কের হাত থেকে শততম টেস্ট ম্যাচের বিশেষ ক্যাপ সংগ্রহ করার সুযোগ দেওয়ায় ৷"