নাগপুর, 11 জানুয়ারি:সাময়িক খারাপ ফর্ম কাটিয়ে ফের স্বমহিমায় ফিরেছেন তিনি ৷ আবারও তাঁর ব্যাটে শতরানের জাদুতে বুঁদ আসমুদ্র-হিমাচল ৷ বর্ডার-গাভাসকর ট্রফির সূচনায় নাগপুরে তাঁর ব্যাট থেকে হয়তো বড় রান আসেনি ৷ তাতে কী ? বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা যে ভাটা পড়ার নয় এতটুকু ৷ দুই রবির (রবীন্দ্র জাদেদা, রবিচন্দ্রন অশ্বিন) ঘূর্ণি এবং অধিনায়ক রোহিতের ব্যাটে নাগপুরে অজিদের হেলায় হারিয়েছে ভারত ৷ তবে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের গ্যালারিতে নজর কাড়ল বিরাট-অনুরাগ (Virat Kohli Fan Holding Hilarious Placard at VCA gallery went viral) ৷
প্ল্য়াকার্ডে লেখা, "আমি বিরাট কোহলিকে আমার স্ত্রী'য়ের চেয়েও বেশি ভালোবাসি ৷" অনুরাগীর বিরাটপ্রেম এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ নাগপুর স্টেডিয়ামের গ্যালারিতে এই অন্ধ বিরাট অনুরাগীর দেখা মিলেছিল দ্বিতীয়দিন ৷ তখন রোহিতের সঙ্গে ক্রিজে খেলছেন প্রাক্তন অধিনায়ক ৷ গ্যালারিতে এহেন প্ল্যাকার্ড দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় নেননি জনৈক অনুরাগী ৷