নয়াদিল্লি, 29 জুলাই: শুক্রবার কমনওয়েলথ গেমসে পদকের অভিযান শুরু করল ভারতের মহিলা ক্রিকেট দল ৷ বার্মিংহ্যামে হরমনপ্রীত কর অ্যান্ড কোম্পানির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ তার আগে বিরাট কোহলির শুভেচ্ছাবার্তা পৌঁছে গেল ভারতীয় শিবিরে ৷ বৃহস্পতিবার রাতে ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন প্রাক্তন ভারত অধিনায়ক (Virat Kohli extends his wishes to Indian Womens Cricket team at CWG) ৷
টুইটে বিরাট লেখেন, "ভারতের মহিলা ক্রিকেট দল এবং কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী দেশের সকল অ্যাথলিটদের জন্য আমার সবটুকু শুভেচ্ছা রইল ৷" কুড়ি-বিশের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অভিযান শুরুর ম্যাচে বিরাটের বার্তা হরমনপ্রীত কর, স্মৃতি মন্ধনাদের কতোটা মোটিভেট করে এখন সেটাই দেখার ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, 1998 কুয়ালা লামপুর গেমসে ছেলেদের 50 ওভারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও তারপর থেকে কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে আর অন্তর্ভুক্ত করা হয়নি ৷