মুম্বই, 28 মে : লাদাখে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 9 জওয়ানের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli expresses grief on deaths of soldiers in Ladakh bus accident) ৷ শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে ফাইনালের আগেই অভিযান শেষ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ সেই ম্যাচ নিয়ে বা ফের দলের খেতাব অধরা রয়ে যাওয়া নিয়ে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও ভাব ব্যক্ত করেননি বিরাট ৷
তবে গতকালের দুর্ঘটনায় সেনা জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করে বিরাট শনিবার টুইটারে লেখেন, "সাহসী সেনাদের প্রাণ হারানোর ঘটনা আমি বিধ্বস্ত ৷ শোকাহত পরিবারবর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ৷ আহত সেনা জওয়াানদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷" 26 জন জওয়ানকে নিয়ে সেনার একটি গাড়ি শুক্রবার পর্তাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে লেহ জেলার তুরটুকে ফরওয়ার্ড ক্যাম্পে যাওয়ার সময় পাহাড়ি রাস্তা থেকে প্রায় 50 ফুট নিচে পড়ে যায় ৷ সেখানেই গুরুতর আহত 7 সেনা জওয়ানের মৃত্যু হয় ৷ পরে হরিয়ানার পঞ্চকুলার হাসপাতালে মারা যান আরও 2 জওয়ান ৷