পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: 'রং-ফুটেড' বিরাটে মাতল চিন্নাস্বামী, স্পিনের ভেলকি রোহিত-শুভমনদের - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

Virat Kohli The Wrong Footed In-Swinging Menace: ওয়ান-ডে ক্রিকেটে পঞ্চম উইকেট নিয়ে চিন্নাস্বামীর সমর্থকদের আনন্দ দিলেন বিরাট কোহলি ৷ তাঁর 'রং-ফুটেড' ইন-স্যুইং বোলিংয়ে ডাচ অধিনায়কের উইকেট আরও আলোকিত করল দীপাবলির রাত ৷

Image Courtesy: AP
Image Courtesy: AP

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 4:45 PM IST

বেঙ্গালুরু, 13 নভেম্বর: দীপাবলির রাতে চিন্নাস্বামী তথা ভারতীয় সমর্থকদের শুধু জয়ের আনন্দই দিল না ভারত ৷ বাড়তি পাওনা থেকে গেল 'রং ফুটেড' বিরাট কোহলি ৷ তাঁর 3 ওভারের ইন-স্যুইং বোলিং মাতিয়ে দিল চিন্নাস্বামীর মাঠ ৷ বিরাট এদিন তুলে নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেটও ৷ এটি ওয়ান-ডে ক্রিকেটে বিরাটের পঞ্চম উইকেট ৷ রবিবার রাতে 160 রানে জিতে 18 পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে প্রবেশ করল ভারত ৷ যা ভারতীয় দলের জন্য বিশ্বকাপের ইতিহাসে প্রথম ৷

বোলার বিরাট কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটে আবিষ্কার করেছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পার্ট-টাইমার হিসেবে তাঁকে ব্যবহার করেছিলেন ৷ আর প্রথম বলই ছিল ওয়াইড ৷ কিন্তু, স্টেপ-আউট করে সেই বল খেলতে গিয়ে স্টাম্প হয়েছিলেন কেভিন পিটারসেন ৷ বিশ্বের প্রথম বোলার যাঁর নামের পাশে শূন্য বলে 1 উইকেট ছিল ৷ তারপরেও বেশ কয়েকবার বোলিং করেছিলেন বিরাট ৷ তবে, 2017 সালের পর আর তাঁকে বোলিং করতে দেখা যায়নি ৷

দীপাবলির রাতে 'রং-ফুটেড' বিরাটে মাতল চিন্নাস্বামীর দর্শকরা

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায়, বিরাট তাঁর জায়গায় ওভারের বাকি তিন বল করেছিলেন ৷ কিন্তু, ওই পর্যন্তই ৷ এরপর অনুশীলনে বিরাট, শুভমনদের বোলিং করতে দেখা গেলেও, ম্যাচে বল করার প্রয়োজন পড়েনি ৷ বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বোর্ডে 410 রানের বিশাল স্কোর থাকায় বিরাট-সহ বাকিদের ম্যাচে বোলিং অনুশীলন দিয়েছিলেন রোহিত ৷ কিন্তু, সেখানেও বাজিমাত করে গেলেন বিরাট কোহলি ৷

চিন্নাস্বামীতে বিরাটের ইন-স্যুইং বোলিং

প্রথম ওভারে 7 রান দিলেও, পরের 2 ওভারে মাত্র 6 রান দিলেন ভারতের 'রং-ফুটেড ইন-স্যুইংগার' ৷ আর সঙ্গে একটি উইকেটও নিয়ে গেলেন ৷ লেগ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কেএল রাহুলের হাতে ক্যাচ তুলে দেন এডওয়ার্ডস ৷ যে উইকেটের পর চিন্নাস্বামীর গ্যালারিতে শোরগোল পড়ে যায় ৷ ভিভিআইপি গ্যালারি থেকে অনুষ্কা শর্মাকেও দেখা যায় বিরাটের উইকেটে উচ্ছ্বাস প্রকাশ করতে ৷ তবে শুধু বিরাট নন, রবিবার রাতে শুভমন গিল এবং সূর্যকুমার যাদবকে দিয়েও 2টি করে ওভার করান রোহিত ৷

ডাচদের ইনিংসের 48 নম্বর ওভারটি রোহিত নিজে করার জন্য আসেন ৷ আঙুলের অস্ত্রোপচারের পর থেকে বোলিং করা ছেড়ে দিয়েছেন ৷ কিন্তু, শেষের দিকে একওভার হাত ঘোরাতে চলে আসেন ৷ কিন্তু, সেখানেও শেষ উইকেটটি নিয়ে যান রোহিত ৷ 48 তম ওভারের পঞ্চম বলে উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পিছিয়ে পড়লেন ডি'কক, লিগ পর্বের শেষে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট
  2. ওয়াংখেড়েতে সমানে-সমানে লড়াইয়ের বার্তা রাচিনের, সেমির আগে শুরু মাঠের বাইরের লড়াই

ABOUT THE AUTHOR

...view details