পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC T20 Rankings : বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের পর ব়্যাঙ্কিংয়ে পিছলেন বিরাট - টি-20 বিশ্বকাপ

বুধবার সর্বশেষ প্রকাশিত ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে জায়গা পেলেন বিরাট ৷ আর পাঁচ ধাপ পিছিয়ে 8 নম্বরে নামলেন লোকেশ রাহুল ৷ ভারতীয় ব্যাটারদের মধ্যে মাত্র দু'জন প্রথম দশে জায়গা পেয়েছেন ৷

virat-kohli
পাক ম্যাচে রান করেও ব়্যাঙ্কিংয়ে পিছলেন বিরাট

By

Published : Oct 27, 2021, 4:52 PM IST

দুবাই, 27 অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে দেশকে একরাশ লজ্জা 'উপহার' দিলেও ব্যাটে রান পেয়েছেন ক্যাপ্টেন কোহলি ৷ বাবর আজমদের বিরুদ্ধে বিরাটের 57 রানের ইনিংসেও বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের কাছে হারের লজ্জা এড়াতে পারেনি ভারত ৷ ব্যাটে হাফ-সেঞ্চুরি করেও আইসিসি ব়্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রাখতে পারেননি কোহলি ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে দুরন্ত হাফ-সেঞ্চুরি করে শীর্ষস্থানে ধারা ডেভিড মালানের ঘাড়ে নিশ্বাস ফেলছেন পাক অধিনায়ক বাবর আজম ৷

বুধবার সর্বশেষ প্রকাশিত ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে জায়গা পেলেন বিরাট ৷ আর পাঁচ ধাপ পিছিয়ে 8 নম্বরে নামলেন লোকেশ রাহুল ৷ ভারতীয় ব্যাটারদের মধ্যে মাত্র দু'জন প্রথম দশে জায়গা পেয়েছেন ৷ 725 রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন কোহলি ৷ আর 684 রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন ডানহাতি ওপেনার রাহুল ৷ তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না-পেলেও 831 রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গা ধরে রাখলেন মালান ৷ তার ঠিক পরেই রয়েছেন পাক অধিনায়ক ৷ বাবরের রেটিং পয়েন্ট 820 ৷ আর্থাৎ মালানের থেকে মাত্র 11 পয়েন্ট পিছিয়ে রয়েছেন তিনি ৷

আরও পড়ুন :ভারত-পাক ম্যাচ নিয়ে সারারাত সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি ভাজ্জি-আমিরের

অল-রাউন্ডার ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন শাকিব আল হাসান ৷ আফগান অল-রাউন্ডার মহম্মদ নবিকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এলেন বাংলাদেশি অল-রাউন্ডার ৷ বিশ্বকাপে সুপার-12 প্রথম ম্যাচে ব্যাটে মাত্র 10 রান করলেও বল হাতে 3 ওভারে মাত্র 17 খরচ করে তুলে নিয়েছিলেন 2টি উইকেট ৷ তবে বিশ্বকাপ কোয়ালিফায়ারে সবচেয়ে বেশি 11টি উইকেট এবং ব্যাটে 118 রান করে এক নম্বরে উঠে আসেন শাকিব ৷

ABOUT THE AUTHOR

...view details