পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

New Record for Virat Kohli: সচিনকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 25 হাজার রান বিরাটের - Sachin Tendulkar

আরও একটা ম্যাচ ৷ আর সেই সঙ্গে আরও একটি মাইলফলক বিরাট কোহলির নামের পাশে (New Record for Virat Kohli) ৷ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 25 হাজার রান করলেন তিনি ৷

New Record for Virat Kohli
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 25 হাজার রান বিরাটের

By

Published : Feb 19, 2023, 5:58 PM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: ঘরের মাঠে সেই অর্থে রান না-পেলেও সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি ৷ সবচেয়ে কম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে 25 হাজার রান করলেন তিনি (Virat Kohli Completes Fastest 25000 Runs) ৷ 492 ম্যাচে 549 ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন 'মডার্ন-ডে গ্রেট' ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এই মাইলস্টোন পার করলেন তিনি ৷ কোটলা টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ঝুলিতে সংগৃহীত রানসংখ্যা 25,012 ৷ বিরাট নজিরের পাশাপাশি এদিন বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র দ্বিতীয় টেস্ট ছয় উইকেটে জিতে নিয়েছে ভারত ৷

ঘরের মাঠ ফিরোজ শা কোটলায় (পরিবর্তিত নাম অরুণ জেটলি স্টেডিয়াম) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয়দিনের দ্বিতীয় সেশনে এই কৃতিত্ব অর্জন করেন বিরাট ৷ এদিন নজিরের পর সংগৃহীত আন্তর্জাতিক রানের নিরিখে সচিন তেন্ডুলকর (34,357 রান), রিকি পন্টিং (27,483 রান)-এর সঙ্গে একসারিতে চলে এলেন তিনি ৷ এই তালিকায় রয়েছেন জ্যাক কালিস (25,534 রান), কুমার সঙ্গাকারা (28,016 রান) এবং মাহেলা জয়বর্ধনে (25,957 রান) ৷

বিরাট মোট 492 টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 549 ইনিংসে 25,012 রান করেছেন ৷ আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের গড় 53.64 ৷ যেখানে 74টি সেঞ্চুরি ও 129টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ টেস্টে তাঁর সেরা ইনিংসে 254 রান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ তবে, টেস্ট ক্রিকেটের থেকেও বিরাটের ঈর্ষণীয় পরিসংখ্যান একদিনের আন্তর্জাতিকে ৷ 50 ওভারের ফরম্যাটে বিরাট 271 ম্যাচে 12 হাজার 809 রান করেছেন ৷ 46টি সেঞ্চুরি ও 64টি হাফ-সেঞ্চুরি আছে বিরাটের ৷ গড় 57.69, আর সেরা ইনিংস পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত 183 রান ৷

আরও পড়ুন:কোটলায় ছয় উইকেটে 'ক্যাঙারু বধ', বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখল ভারত

উল্লেখ্য, দিল্লিতে দ্বিতীয় টেস্ট জয়ের সঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখল ভারত ৷ এই মুহূর্তে সিরিজে ভারত 2-0 এগিয়ে রয়েছে ৷ ভারতের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির ফিরতি সিরিজ চলছে ৷ এর আগে 2020-21 সালে ভারত ক্যাঙারুদের তাদের ঘরের মাঠে 2-1 ব্যবধানে হারিয়েছিল ৷ চলতি সিরিজের তৃতীয় ম্যাচ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ৷ সেই ম্যাচ জিতলে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা পাকা করে ফেলবে ৷

ABOUT THE AUTHOR

...view details