পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat on relationship with Rohit : 'বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি', রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরাট-বার্তা - Virat Kohli denies Sourav Ganguly's words on ODI captaincy

দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগের দিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি পত্রপাঠ খারিজ করে বিরাট জানালেন সম্পূর্ণ ভিন্ন কথা (Virat Kohli denies Sourav Ganguly's words on ODI captaincy) ৷ কোহলির দাবি ওডিআই'য়ের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার আগে জানানো তো হয়ইনি, এমন কী টি-20 অধিনায়কত্ব ছাড়ার সময়েও তাঁকে থাকতে বলা হয়নি বোর্ডের তরফ থেকে ৷

Virat on relationship with Rohit
'বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি', রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরাট-বার্তা

By

Published : Dec 15, 2021, 5:26 PM IST

মুম্বই, 15 ডিসেম্বর : গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটের যে দমবন্ধকর পরিবেশ, তা বিস্ফোরণ হয়ে বুধের সকালে ঝরে পড়ল বিরাট কোহলির গলায় ৷ ঠিক এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য় টেস্ট স্কোয়াড ঘোষণার সঙ্গে রাতারাতি ওডিআই-তে বিরাট কোহলিকে সরিয়ে নয়া অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করেছিল বিসিসিআই ৷ ঘটনায় তোলপাড় শুরু হয় ভারতীয় ক্রিকেট ৷ বিসিসিআই'য়ের তরফে দিনদু'য়েকের মধ্যে জানানো হয়, বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগের দিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি পত্রপাঠ খারিজ করে বিরাট জানালেন সম্পূর্ণ ভিন্ন কথা (Virat Kohli denies Sourav Ganguly's words on ODI captaincy) ৷

কোহলির দাবি ওডিআই'য়ের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার আগে জানানো তো হয়ইনি, এমন কী টি-20 অধিনায়কত্ব ছাড়ার সময়েও তাঁকে থাকতে বলা হয়নি বোর্ডের তরফ থেকে ৷ বিস্ফোরক মন্তব্যের পর যদিও দক্ষিণ আফ্রিকায় ওয়ান-ডে সিরিজ খেলবেন বলে জানিয়ে দেন টেস্ট দলনায়ক ৷ পাশাপাশি রোহিত শর্মার সঙ্গে 'আদায়-কাঁচকলায়' সম্পর্ক নিয়েও স্বচ্ছ ধারণা প্রদান করেন 'দিল্লি বয়' (Virat Kohli clarifies his relation with Rohit Sharma before fly to South Africa) ৷

সাংবাদিক সম্মেলনে বিরাট জানালেন, সত্যি রোহিত আর আমার মধ্যে কোনও সমস্যা নেই ৷ জাতীয় টেস্ট অধিনায়কের কথায়, "গত দু‘-আড়াই বছর ধরে আমি একই কথা বলে বলে ক্লান্ত ৷ তবু একই কথা বারংবার জিজ্ঞাসা করা হয় ৷ আর যাই হোক না কেন যতদিন ক্রিকেট খেলব আমার কোনও কাজ বা কথা দলের সম্মানে আঘাত করবে না ৷ একথা আমি গ্যারান্টি দিয়ে বলছি ৷"

আরও পড়ুন : Virat Kohli to play South Africa ODI Series : বিরাট বার্তা, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে খেলছেন কোহলি

অধিনায়ক হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে কোহলির সঙ্গে কোনওপ্রকার সংঘাত তত্ত্ব উড়িয়ে দিয়েছিলেন রোহিত ৷ দলের স্বার্থে একে অপরের জন্য সবসময় রয়েছেন, এমনই বার্তা ছিল সাদা বলের ক্রিকেটে ভারতের নয়া অধিনায়কের ৷ কিন্তু মঙ্গলবার সকালে বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট জানায় দক্ষিণ আফ্রিকায় ওয়ান-ডে সিরিজে নাকি বিশ্রাম নিচ্ছেন কোহলি ৷ এরপরই শুরু হয় জল্পনা ৷ রোহিতের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের কারণেই কি কোহলি বিশ্রাম চাইছেন ?

এদিন সেই জল্পনা উড়িয়ে বিরাট বলেন, "এসব যারা বলেছে তারা আর যাইহোক বিশ্বস্ত নয় ৷ আমি দক্ষিণ আফ্রিকায় ওয়ান-ডে খেলব ৷ যাঁরা মিথ্যে বলছেন তাঁদের প্রশ্ন করা হোক ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details