মুম্বই, 15 ডিসেম্বর : গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটের যে দমবন্ধকর পরিবেশ, তা বিস্ফোরণ হয়ে বুধের সকালে ঝরে পড়ল বিরাট কোহলির গলায় ৷ ঠিক এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য় টেস্ট স্কোয়াড ঘোষণার সঙ্গে রাতারাতি ওডিআই-তে বিরাট কোহলিকে সরিয়ে নয়া অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করেছিল বিসিসিআই ৷ ঘটনায় তোলপাড় শুরু হয় ভারতীয় ক্রিকেট ৷ বিসিসিআই'য়ের তরফে দিনদু'য়েকের মধ্যে জানানো হয়, বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগের দিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি পত্রপাঠ খারিজ করে বিরাট জানালেন সম্পূর্ণ ভিন্ন কথা (Virat Kohli denies Sourav Ganguly's words on ODI captaincy) ৷
কোহলির দাবি ওডিআই'য়ের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার আগে জানানো তো হয়ইনি, এমন কী টি-20 অধিনায়কত্ব ছাড়ার সময়েও তাঁকে থাকতে বলা হয়নি বোর্ডের তরফ থেকে ৷ বিস্ফোরক মন্তব্যের পর যদিও দক্ষিণ আফ্রিকায় ওয়ান-ডে সিরিজ খেলবেন বলে জানিয়ে দেন টেস্ট দলনায়ক ৷ পাশাপাশি রোহিত শর্মার সঙ্গে 'আদায়-কাঁচকলায়' সম্পর্ক নিয়েও স্বচ্ছ ধারণা প্রদান করেন 'দিল্লি বয়' (Virat Kohli clarifies his relation with Rohit Sharma before fly to South Africa) ৷
সাংবাদিক সম্মেলনে বিরাট জানালেন, সত্যি রোহিত আর আমার মধ্যে কোনও সমস্যা নেই ৷ জাতীয় টেস্ট অধিনায়কের কথায়, "গত দু‘-আড়াই বছর ধরে আমি একই কথা বলে বলে ক্লান্ত ৷ তবু একই কথা বারংবার জিজ্ঞাসা করা হয় ৷ আর যাই হোক না কেন যতদিন ক্রিকেট খেলব আমার কোনও কাজ বা কথা দলের সম্মানে আঘাত করবে না ৷ একথা আমি গ্যারান্টি দিয়ে বলছি ৷"