সেঞ্চুরিয়ন, 1 জানুয়ারি : 29 বছরের দীর্ঘ আগল ভেঙে বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে ধরা দিয়েছে ইতিহাস ৷ এশিয়ার প্রথম দেশ হিসেবে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে 'প্রোটিয়া বধ' করেছে টিম ইন্ডিয়া ৷ বছর শেষে তাই ইতিহাস গড়ার দুর্গ সেঞ্চুরিয়নেই নতুন বছরকে স্বাগত জানাল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি ৷ দলের সকল ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা সেখানে চুটিয়ে বর্ষবরণ সারলেন শনিবার (Virat Kohli and company celebrate new year in Centurion) ৷
টেস্ট চ্যাম্পিয়নশিপ না-জিততে পারলেও মোটের উপর 2021 ভারতীয় দলের জন্য দুর্দান্ত গিয়েছে বলাই যায় ৷ বিশেষ করে 'সেনা' (SENA) দেশগুলোতে ভারতের আস্ফালন মনে রাখার মতো ছিল ফেলে আসা বছরে ৷ 2021-র দেখানো পথেই যাতে নতুন বছর কাটে, সেই সংকল্পই হয়তো এদিন একজোট হয়ে গ্রহণ করল বিরাটবাহিনী ৷ দলের ক্রিকেটারদের সঙ্গে এদিন বর্ষবরণের আনন্দে মিশে গেলেন হেডস্যার রাহুল দ্রাবিড়ও ৷