পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Team India New Year Celebration : ঐতিহাসিক জয়ের পর রেনবো নেশনে চুটিয়ে বর্ষবরণ বিরাটদের - Virat Kohli posts a festive mood picture with wife Anushka Sharma

সেঞ্চুরিয়নে এদিন ফেস্টিভ মুডে ছিলেন বিরাট-পত্নী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মাও ৷ স্ত্রী'র সঙ্গে বর্ষবরণ সেলিব্রেশনের ছবি পোস্ট করেন ভারত অধিনায়ক (Virat Kohli posts a picture with wife Anushka Sharma) ৷

Team India new year celebration
ঐতিহাসিক জয়ের পর রেনবো নেশনে চুটিয়ে বর্ষবরণ বিরাটদের

By

Published : Jan 1, 2022, 4:07 PM IST

সেঞ্চুরিয়ন, 1 জানুয়ারি : 29 বছরের দীর্ঘ আগল ভেঙে বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে ধরা দিয়েছে ইতিহাস ৷ এশিয়ার প্রথম দেশ হিসেবে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে 'প্রোটিয়া বধ' করেছে টিম ইন্ডিয়া ৷ বছর শেষে তাই ইতিহাস গড়ার দুর্গ সেঞ্চুরিয়নেই নতুন বছরকে স্বাগত জানাল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি ৷ দলের সকল ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা সেখানে চুটিয়ে বর্ষবরণ সারলেন শনিবার (Virat Kohli and company celebrate new year in Centurion) ৷

টেস্ট চ্যাম্পিয়নশিপ না-জিততে পারলেও মোটের উপর 2021 ভারতীয় দলের জন্য দুর্দান্ত গিয়েছে বলাই যায় ৷ বিশেষ করে 'সেনা' (SENA) দেশগুলোতে ভারতের আস্ফালন মনে রাখার মতো ছিল ফেলে আসা বছরে ৷ 2021-র দেখানো পথেই যাতে নতুন বছর কাটে, সেই সংকল্পই হয়তো এদিন একজোট হয়ে গ্রহণ করল বিরাটবাহিনী ৷ দলের ক্রিকেটারদের সঙ্গে এদিন বর্ষবরণের আনন্দে মিশে গেলেন হেডস্যার রাহুল দ্রাবিড়ও ৷

দলের সঙ্গে ফটোসেশনের ছবি শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরাট লেখেন, "নতুন বছর সকলের আনন্দে কাটুক ৷ আমাদের তরফ থেকে সকলকে অফুরান ভালবাসা ৷" সেঞ্চুরিয়নে এদিন ফেস্টিভ মুডে ছিলেন বিরাট-পত্নী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মাও ৷ স্ত্রী'র সঙ্গেও বর্ষবরণ সেলিব্রেশনের ছবি পোস্ট করেন ভারত অধিনায়ক (Virat Kohli posts a festive mood picture with wife Anushka Sharma) ৷

আরও পড়ুন : Virat Kohli on Centurion Test : সেঞ্চুরিয়নের জয় ভারতের অলরাউন্ড পারফরমেন্সের প্রমাণ, মত বিরাটের

সাদা ওভারসাইজ টি-শার্ট, কালো ট্রাউজারে বিরাটের সঙ্গে সাদা-কালো অফ-সোল্ডারে নজর কাড়েন বলি অভিনেত্রী ৷ প্রথম টেস্ট জয়ের পর আগামী 3-7 জানুয়ারি জো'বার্গে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারতীয় দল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details