কলকাতা, 31 অক্টোবর:'বিরাট' রেকর্ড কিং কোহলির (Virat Kohli) ৷ রেকর্ড বুকে জ্বলজ্বল করছে তাঁর নাম ৷ দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপে (T20 World Cup) 1000 রানের নজির করলেন ৷
রবিবার রেকর্ড মাইলফলক পূর্ণ করলেন বিরাট কোহলি। টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ও ভারতীয়দের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে 1000 রান পূর্ণ করলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের দখলে। টি-20 বিশ্বকাপে তিনি করেছেন 1016 রান করেন। তার জন্য সময় নিয়েছিলেন 31 ইনিংস।
অন্যদিকে, কোহলি মাত্র 22 ইনিংসে 1000 রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন। কোহলির পর নাম রয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ৷ তার মানে কোহলিকে যে কোনও সময় টপকে দিতে পারেন রোহিত। টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত 900 রান রয়েছে রোহিতের ঝুলিতে ।