তিরুঅনন্তপুরম, 15 জানুয়ারি:চেনা ছন্দে বিরাট কোহলি ৷ শুধু ছন্দে ফেরা নয়, ব্যাটে রান মানেই তা সেঞ্চুরির কমে থামছে না ৷ তেইশের শুরুটা এভাবেই করেছেন বিরাট ৷ প্রথম ম্যাচে শতরানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচেও 166 রানের ইনিংস এল তাঁর ব্যাটে ৷ আর সেইসঙ্গে প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে টপকে গেলেন তিনি ৷ ওডিআই-তে জয়বর্ধনেকে টপকে সর্বাধিক রানের নিরিখে পঞ্চমস্থানে উঠে এলেন 'রানমেশিন' (Virat Kohli Becomes 5th Highest Run Scorer in ODI) ৷ তাও মাত্র 268 ম্যাচে 259 ইনিংস খেলে ৷
বিরাট এদিন মাহেলা জয়বর্ধনের একদিনের ক্রিকেটে 448 ম্যাচে করা মোট 12 হাজার 651 রানে টপকে যান ৷ এদিন 166 রানে অপরাজিত থাকার পর, একদিনের ক্রিকেটে বিরাট মোট 12 হাজার 754 রান করলেন ৷ তাঁর আগে চারটি স্থানে রয়েছেন যথাক্রমে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৷ তিনি 404 ম্যাচে 14,234 রান করেছেন ৷ 13, 704 রান সংগ্রহ করে তিনে রয়েছেন রিকি পন্টিং এবং 4 নম্বরে আছেন সনথ জয়সূর্য (13,430 রান) ৷